দু'দিন আগেই প্রেমিকা, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় আনন্দ করেছেন। পুজো কাটতেই অভিনেতা বনি সেনগুপ্ত চলে এসেছিলেন শুটিং ফ্লোরে। চলছে পরিচালক আতিউল ইসলামের ছবি 'বানসারা'র শুটিং। বৃহস্পতিবার শেষ শুটিং ছিল এই ছবির। শেষদিনের শুটিংয়ে বিরাট বিপত্তি বনি সেনগুপ্তর।
কলকাতার একটি গোডাউনে চলছিল ছবির শুটিং। ফ্লোরেই আহত হন অভিনেতা। বুধবার প্রায় মাঝরাত পর্যন্ত চলে শুটিং। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎই পায়ে চোট পান অভিনেতা। কেটে যায় গোড়ালির বেশ কিছুটা অংশ। তড়িঘড়ি প্রোডাকশনের লোকেরা অ্যান্টিসেপটিক ওষুধ নিয়ে আসেন। শুটিংয়ের মাঝে অভিনেতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরিচালকও। তারপরেও যদিও চলে শুটিং। এখন কেমন আছেন বনি?

এই দুর্ঘটনার খবর পেয়ে পরিচালক আতিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। তিনি জানান, কিছুক্ষণ আগেই প্যাকআপ হয়েছে। এই মুহূর্তে সুস্থ আছেন বনি। তড়িঘড়ি প্রযোজনা সংস্থা তৎপরতার সঙ্গে অভিনেতার প্রাথমিক চিকিৎসা করেছেন, তাই কোনও অসুবিধা হয়নি।

প্রসঙ্গত, পুরুলিয়ার বহু জায়গায় শুটিং সেট তৈরি করে চলেছে ছবির কাজ। ঘন জঙ্গলের মধ্যে তৈরি হয়েছিল চল্লিশ ফুট দেবীর মূর্তি। ছবিতে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে দেখা যাবে 'বড়োমা'র চরিত্রে। অন্যদিকে, বনির চরিত্রের নাম 'অজিতেশ'। 'বানসারা' মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেন, এমনটাই বিশ্বাস গ্রামবাসীদের।

দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে যায়। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। এই গ্রামের ভাল-মন্দ সবকিছু ঠিক হয় গৌরীকা দেবীর কথায়। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেশ। বড়মার কোন সত্যি খুঁজে বের করবে সে?
আরও পড়ুন: উপহার দেন না নিজেই উপহার কেড়ে নেন! ভাইফোঁটায় কেমন খুনসুটি চলে? কী বলছেন টলি তারকারা?
অন্যদিকে ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকাকে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার।
পরিচালক অতিউল ইসলামের কথায়, "পুজোয় মুক্তি পাবে ছবিটি। প্রতিদিন প্রায় সাতশো টেকনিশিয়ান নিয়ে শুটিং হচ্ছে। ছবিতে তিনটি গান আছে। ছবিতে অপরাজিতাদি আর বনিকে যেভাবে দেখা যাবে হলফ করে বলতে পারি, এই রকম চরিত্রে দর্শক কল্পনা করতে পারবেন না তাঁদের।"
প্রসঙ্গত, 'পিএম মুভিজ'-এর ব্যানারে সরফরাজ মল্লিকের প্রযোজনায় পুজোয় মুক্তি পাচ্ছে 'বানসারা'।
