নিজস্ব সংবাদদাতা:  কঙ্গনা রানাউত অভিনীত, প্রযোজিত এবং পরিচালিত ছবি ইমার্জেন্সি মুক্তি পেয়েছে ১৭ জানুয়ারি শুক্রবার। ১৯৭৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে ভারতে লাগু হওয়া জরুরি অবস্থার উপর ভিত্তি করেই এই সিনেমা তৈরি হয়েছে। জি স্টুডিও এবং কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের সহ-প্রযোজনায় মুক্তি পাওয়া ইমার্জেন্সি চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এই ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, সতীশ কৌশিক, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরি এবং মিলিন্দ সোমান।

 

এই ছবিতে থাকছেন টলি অভিনেতা দেবরাজ মুখোপাধ্যায়। ছবিতে 'সিদ্ধার্থ শঙ্কর রায়'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। এর আগেও বলিউডে কাজ করেছেন দেবরাজ। তবে এই ছবিটি তাঁর কাছে বিশেষ হয়ে উঠেছে। আজকাল ডট ইন-কে অভিনেতা উচ্ছ্বাসের স্বরে বলেন, "ছবিতে চরিত্রটি খুব অল্প সময়ের জন্য থাকলেও গুরুত্বপূর্ণ। আসলে এত গভীর ভাবনা নিয়ে তৈরি হয়েছে ছবিটি, যার অংশ হতে পেরে খুবই ভাল লাগছে।"

 

অভিনেতার কথায়, "প্রায় কুড়ি হাজার বাঙালি অভিনেতার অডিশনের পর আমি সুযোগ পেয়েছি। মুম্বই গিয়েছিলাম অনেক আশা নিয়ে। এই ছবি সত্যিই যেন ইচ্ছে পূরণের সমান। বলিউডে বাঙালি অভিনেতাদের যেভাবে সম্মান করা হয়, টলিউডেও হয়তো হয় না। কঙ্গনা রানাউতের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতাও দারুণ।"