গত বছর ২ নভেম্বর, অন্নকূটের দিন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের সংসারে লক্ষ্মীর আগমন হয়ছিল। এদিন টলিউডের চর্চিত দম্পতির কোল জুড়ে এসেছিল কন্যাসন্তান কৃষভি। বছর ঘুরতেই মেয়ের জন্মদিন পালনে ব্যস্ত কাঞ্চন-শ্রীময়ী। শনিবার মধ্যরাতেই মেয়ের প্রথম জন্মদিনে আবেগপ্রবণ বাবা কাঞ্চন। সমাজমাধ্যমে কৃষভির সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে কাঞ্চন লিখেছেন এক মিষ্টি লেখাও।
অভিনেতা লেখেন, 'শুভ জন্মদিন আমার সোনা মা। আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু গতবছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়তো দিয়েছে, কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি নিজের সন্তানকে। চোখের সামনে দেখলাম একদিন থেকে কীভাবে এক বছর হয়ে গেল আমার মেয়ের। কীভাবে এক একটা দিন করে বেড়ে উঠল ছোট প্রাণটা। এই অনুভূতিটা হয়তো বলে শেয়ার করতে পারব না। আমি চাইব আমরা হয়তো ওর সব ইচ্ছে পূরণ করতে পারব না, কিন্তু ঈশ্বর যেন ওর সমস্ত ইচ্ছা পূরণ করে।'
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)
কাঞ্চন আরও লেখেন, 'আমার ও শ্রীময়ীর ওকে ঘিরে কোনও চাহিদা নেই। ওর ওপর কিছু জোর করে চাপিয়ে দেওয়ার নেই, শুধু একটাই চাহিদাও যেন মাথা উঁচু করে, মেরুদন্ড সোজা রেখে মানুষের মতো মানুষ হয়। এবং বর্তমান সমাজে দাঁড়িয়ে জীবনের কঠিনতম পরিস্থিতি যেন মোকাবিলা করার ক্ষমতা ঈশ্বর ওকে দেন।'
এদিকে, মা শ্রীময়ী একদিন আগে থেকেই মেয়ের জন্মদিন পালন করেছেন। শনিবার সন্ধ্যায় শ্রীময়ী একগুচ্ছ ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে শ্রীময়ীর চিকিৎসককে। যিনি অভিনেত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর চিকিৎসা করেছিলেন। জীবনের নতুন ইনিংস শুরুর আগে চিকিৎসার পাশাপাশি সঠিক খেয়াল রাখা, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া সবকিছুর জন্য ধন্যবাদ জানান শ্রীময়ী। মেয়ে কৃষভি ও মায়ের সঙ্গে এদিন সেই চিকিৎসকের সঙ্গে কেক কেটে প্রাক জন্মদিন উদযাপনে মেতেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, কৃষভির নানারকম ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নেন কাঞ্চন-শ্রীময়ী। মেয়ের আদুরে গলায় কথা বলা থেকে শুরু করে বাবা-মার সঙ্গে খুনসুটি, সবটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা জুটি।
চলতি বছরের অক্ষয় তৃতীয়ার দিন কৃষভির মুখে ভাতের সময়ই মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। সেই সময় অনেকেই বলেছিলেন একেবারে কাঞ্চনের কার্বন কপি মেয়ে। এতদিন বাইরের মানুষ বললেও খোদ শ্রীময়ীও অবাক। বাবা ও মেয়ের এত মিল থাকতে পারে, তা কাঞ্চন-পত্নীকেও হতবাক করেছে।
কিছুদিন আগে শ্রীময়ী তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেন। যেখানে কাঞ্চন ও কৃষভির ছবি রয়েছে। আর এই ছবির ক্যাপশনে শ্রীময়ী লেখেন, ‘আমি দেখেছি এবং জানি মানুষ একইরকম দেখতে হয়। কিন্তু এক্সপ্রেশনও একইরকম! তাও আবার দশ মাস বয়সে? আমি বাধ্য হলাম কোলাজটা করতে। এটা কী হল কাঞ্চন?’ শ্রীময়ীর বক্তব্য অনুযায়ী, দেখতে একরকম হলেও একই ধরনের অঙ্গভঙ্গী, তাও আবার এত ছোট বয়সে। বেশ অবাকই হয়েছেন তিনি।