গত বছর ২ নভেম্বর, অন্নকূটের দিন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের সংসারে লক্ষ্মীর আগমন হয়ছিল। এদিন টলিউডের চর্চিত দম্পতির কোল জুড়ে এসেছিল কন্যাসন্তান কৃষভি। বছর ঘুরতেই মেয়ের জন্মদিন পালনে ব্যস্ত কাঞ্চন-শ্রীময়ী। শনিবার মধ্যরাতেই মেয়ের প্রথম জন্মদিনে আবেগপ্রবণ বাবা কাঞ্চন। সমাজমাধ্যমে কৃষভির সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে কাঞ্চন লিখেছেন এক মিষ্টি লেখাও। 

 

 

অভিনেতা লেখেন, 'শুভ জন্মদিন আমার সোনা মা। আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু গতবছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়তো দিয়েছে, কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি নিজের সন্তানকে। চোখের সামনে দেখলাম একদিন থেকে কীভাবে এক বছর হয়ে গেল আমার মেয়ের। কীভাবে এক একটা দিন করে বেড়ে উঠল ছোট প্রাণটা। এই অনুভূতিটা হয়তো বলে শেয়ার করতে পারব না। আমি চাইব আমরা হয়তো ওর সব ইচ্ছে পূরণ করতে পারব না, কিন্তু ঈশ্বর যেন ওর সমস্ত ইচ্ছা পূরণ করে।'

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)