নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন রাজদীপ গুপ্ত। যদিও মাঝপথেই ওই মেগা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এরপর বহু ধারাবাহিকের মূখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সিরিজ থেকে ছবির জগতেও রাজদীপ পরিচিতি পেয়েছেন। 

 


কিন্তু অনেকদিন হলো বিনোদন জগতে আর দেখা পাওয়া যায় না রাজদীপের। জানা গিয়েছিল, ভাল প্রস্তাবের জন্য অপেক্ষা করছেন অভিনেতা। তবে অপেক্ষার অবসান হল পার্শ্ব চরিত্রের মাধ্যমে! নায়ক নয়, প্রথমবার পার্শ্ব চরিত্রে ধারাবাহিকে ফিরছেন রাজদীপ। সূত্রের খবর, স্টার জলসার আসন্ন ধারাবাহিক 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।

 


ইতিমধ্যেই সামনে এসেছে স্টার জলসার 'রাণী ভবানী'র প্রথম প্রোমো। স্টার জলসার এই নতুন মেগার প্রযোজনার দায়িত্বে রয়েছে 'বাংলা টকিজ'। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। ধারাবাহিকে রাজনন্দিনীর বিপরীতে রাজা রামকান্তর চরিত্রে অভিনয় করবেন সায়ন বসু। তাঁকে দর্শক শেষ দেখেছেন 'দুই শালিক'-এর 'গৌরব'-এর চরিত্রে।  


এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে ইতিহাস। তাই প্রথমবার ঐতিহাসিক চরিত্রে রাজদীপকে দেখবেন দর্শক। এছাড়াও এই মেগায় দেখা যাবে অরিজিতা মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অমিতাভ ভট্টাচার্যকে। সামনে এসেছে চরিত্রদের প্রথম ঝলক। খুব তাড়াতাড়িই আসবে এই ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো।