‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমদুয়ারে পড়ল কাঁটা’-র ছড়া কাটার খেলা। প্রণাম আর আশীর্বাদের নিয়ম না মানা নিয়ে ঝগড়া যেন প্রতি বারের গল্প। তারপর উপহার দেওয়া-নেওয়া, খাওয়াদাওয়া আর মজার খেলা কিংবা সিনেমা দেখা। ভাইফোঁটা এভাবেই জমজমাট! যতই দূরে থাকুক ভাই-বোন এদিনটা শুধু তাঁদের জন্যই যেন বরাদ্দ। নিয়ম মেনে সকাল থেকে কীভাবে ভাইফোঁটা কাটাচ্ছেন টলি তারকারা?

 

 

 

 

সকাল থেকেই খুব মন খারাপ অভিনেতা সৌরভ দাসের। এ বছর বোন বেড়াতে গিয়েছে, তাই ভাইফোঁটা নেওয়া হয়নি। তবে কি ভার্চুয়ালি ফোঁটা নেবেন অভিনেতা? সৌরভের কথায়, "না না, ঘুরতে গিয়েছে তো! বেশি জ্বালাবো না। ফোনে কথা বলব, ব্যস! ভাল করে ঘুরুক। আমি তো সব সময় আছি ওকে আশীর্বাদ করার জন্য। বোন ফিরলে ওকে নিয়ে গিফ্ট কিনতে যাব। আজকের দিনে মনটা একটু খারাপ ঠিকই। তবে ও বেড়াতে গিয়েছে তো, তাই আমারও ভাল লাগছে।"

 

 

 

ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। সকাল থেকেই বাড়ির গোছগাছ চলছে। একা হাতে সবটা গুছিয়ে উঠতে গিয়ে হিমসিম খাচ্ছেন নায়িকা‌। তবে বড়দিদি বলে কথা, ভাইকেও কাজে সামিল করেছেন তাই! শ্রীমার কথায়, "সকাল থেকেই গোছগাছ চলছে। ভাইফোঁটার জন্য সবাই এক এক করে আসছে। আমার নিজের ভাইয়ের সঙ্গে যে আমার ম্যানেজার, ড্রাইভারদাদা সবাইকে ডেকেছি। একসঙ্গে সবাই মিলে আনন্দ না করলে ভাল লাগে নাকি? আজ তো মায়ের হাতে স্পেশাল মেন্যু থাকছে বাসন্তী পোলাও আর মাটন কষা‌। জমিয়ে খাওয়াদাওয়া করে উনো খেলব সবাই‌। বড়দিদি বলে বেশিরভাগ সময় আমিই গিফ্ট দিই, পাই কম। তবে আমার সারপ্রাইজ গিফ্ট দিতে বেশি ভাল লাগে। ভাইদের রিয়্যাকশনগুলো দেখার জন্য অপেক্ষা করে থাকি।"

 

 

এদিকে, শুটিংয়ের জন্য শহরের বাইরে রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাই এ বছর বোনের থেকে ভাইফোঁটা নেওয়া হয়নি তাঁর। তবে বোনের জন্য সারা বছর শুভ কামনা করেন বলে এই দিনটা মন খারাপ করতে নারাজ অভিনেতা।

 

আরও পড়ুন: কলকাতায় থেকেও শুভশ্রীর থেকে ফোঁটা নেওয়া হবে না জিৎ-এর? উৎসবের আবহে কী এমন ঘটল গাঙ্গুলি পরিবারে

 

 

 

ইতিমধ্যেই বাড়িতে ভাইফোঁটা নেওয়া হয়েছে অভিনেতা সায়ক চক্রবর্তীর। নবনিতা ও খুকুর থেকে রকমারি গিফ্টও পেয়েছেন তিনি। অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের কাছেও ফোঁটা নিয়েছেন এদিন। ব্যস্ততার মাঝেই সায়ক বলেন, "এদিনটা ব্যস্ত থাকতে ভাল লাগে। সকাল থেকেই বাড়িতে আয়োজন হয়েছিল‌। দুপুরেও মামারবাড়িতে খাওয়াদাওয়া আছে। রাতেও জমিয়ে ভুঁড়িভোজ হবে।" মজার ছলে সায়ক বলেন, "ভাইফোঁটায় গিফ্ট পেতে হয়, সেই গিফ্টের পরিমাণ বুঝে তার থেকে কম পরিমাণে গিফ্ট দিতে হয়। যদিও আমিও গিফ্ট দিয়েছি। প্রেরণাকে নিজের হাতে কিছু কিনে দেওয়া হয়নি। কারণ, ওকে বলেছি যা পছন্দ হবে অনলাইনে পাঠাতে আমি কিনে দেব।"

 

 

ভাই দূরে থাকায় এ বছরও ভার্চুয়ালি ভাইফোঁটার আয়োজন করেছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। ভিডিও কলেই ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছেন তিনি। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে তিনি লিখেছেন, 'ফেস টাইমেই আরও একটা ভাইফোঁটা কাটছে। সেই একই নিয়ম, একই ভালবাসা তবে এবারও ভার্চুয়ালি। শুভ ভাইফোঁটা, খুব মিস করছি তোকে।'