নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় কিছুদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল দুই নায়ক-নায়িকার। বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা। কিছুদিন আগেই নিজেদের প্রেমে স্বীকৃতি দিয়েছেন এই দুই তারকা। আগেই আভাস দিয়েছিলেন চলতি বছরেই বিয়ে সারার। এবার চুপিসারে বাগদান সেরে ফেললেন এই জুটি।
৩অক্টোবর শুভদিনে পরিবারকে সাক্ষী রেখে বাগদান সারলেন শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা। শুক্রবার শহরের এক ৫ তারা হোটেলে বসেছিল শুভ্রজিৎ ও প্রিয়াঙ্কার বাগদানের আসর। এদিন সাদা লেহেঙ্গায় সেজে ছিলেন প্রিয়াঙ্কা। আর শুভ্রজিৎ-এর পরনে ছিল কালো স্যুট। একে অপরের হাত ধরে এদিন অনুষ্ঠানস্থলের দিকে হাঁটতে দেখা যায় শুভ্রজিৎ-প্রিয়াঙ্কাকে।
সেই সময় প্রিয়াঙ্কার দিক থেকে যেন চোখ ফেরাতেই পারছিলেন না শুভ্রজিৎ। হবু বরের বুকের উপর হাত রেখে তাঁকে কানে কানে কিছু কথা প্রিয়াঙ্কা বলতেই হেসে উঠলেন শুভ্রজিৎ। তারকা দম্পতির এই মিষ্টি মুহুর্ত এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আগের সম্পর্কের বিচ্ছেদের পর শুভ্রজিতের সঙ্গে প্রেমের কথা এতদিন প্রকাশ্যে আনেননি প্রিয়াঙ্কা। কিছুদিন আগে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের সুন্দর মুহূর্তের কিছু ছবি পোস্ট করে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন তাঁরা। দু'জনের বন্ধুত্ব বহুদিনের। প্রথম দিকে একে অপরের ভাল বন্ধু থাকলেও পরে নিজেদের মধ্যে বোঝাপড়া এবং অনুভূতিগুলো বদলাতে থাকে। সেখান থেকেই প্রেমের শুরু। এবার সারলেন বাগদান। কিন্তু কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি তা এখনও জানা যায়নি।
