বাংলায় থ্রিলার ধারাবাহিক খুব একটা বেশি দেখা যায় না। তবে যেসব গল্পে রগরগে প্রেম বা সংসারের কূটকচালির বাইরে গিয়ে গল্পের নিত্যনতুন মোড় দারুণ চমক দিচ্ছে দর্শককে। বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলছি, ঠিকই ধরেছেন জি বাংলাসোনার-এর ধারাবাহিক 
'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (এসআইটি) - বেঙ্গল'।

 

 

এই মেগার মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋষি কৌশিককে। তাঁর চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক। এক দক্ষ ও দৃঢ়চেতা তদন্তকারী অফিসার। এই সিরিয়াল বাংলার হৃদয়ে তৈরি হচ্ছে এক অন্য ধরনের পুলিশ-প্রসিডিওর ড্রামার স্বাদ দিতে। এই দলে ঋষি কৌশিকের পাশাপাশি প্রধান মহিলা তদন্তকারী অফিসার হিসেবে থাকছেন অভিনেত্রী রুকমা রায় অভিনীত মহিলা তদন্তকারী অফিসারের চরিত্রটিও। 

 


গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়ও। এই ধারাবাহিকে আরও এক চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী আভেরী সিংহ রায়কে। গল্পে তাঁর চরিত্রের নাম 'ইন্সপেক্টর নীলিমা'। যদিও এই পরিচয়টা সবার সামনে আসে না। তাঁকে সবাই চেনেন ফুড ভ্লগার অন্যান্য অন্বেষা হিসেবে। বাস্তবে তার আসল পরিচয় কেউ জানে না। কেন নিজের পরিচয় আড়াল করে রাখে সে? সেসব জানা যাবে ধারাবাহিকের নতুন মোড়ে। ইতিমধ্যেই আভেরীকে দর্শক দেখছেন এই গল্পের নতুন চরিত্র হিসেবে। 

 

আরও পড়ুন: নারী শক্তির জয়ের গল্প বলতে আসছে 'দুগ্গা', নায়ক না খল নায়কের চরিত্রে দেখা যাবে ওম সাহানিকে? 

 


নতুন মেগা, নতুন চরিত্র নিয়ে আজকাল ডট ইন-কে আভেরী সিংহ রায় বলেন, "এই ধরনের চরিত্রটা একদম অন্যরকম আমার কাছে। আমি বিভিন্নরকম চরিত্রে কাজ করেছি। তবে এই চরিত্রটা খুব ইন্টারেস্টিং। এখানে যেমন থ্রিলিং বিষয় আছে। তেমনই খুব মিষ্টি কিছু মুহূর্ত আছে, এই চরিত্রটার মধ্যে অনেক টুইস্ট আছে। আশা করি, দর্শকের খুব ভাল লাগবে।"

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Avery Singha Roy (@singharoyavery)