বছরের বিভিন্ন অনুষ্ঠানে বাড়ির মেয়ে হয়ে উঠতে দেখা যায় অভিনেত্রী কোয়েল মল্লিককে। একেবারে ঘরোয়া মেজাজে পরিবারের সঙ্গে মেতে ওঠেন 'টলি কুইন'। দুর্গাপুজো পেরিয়ে আবারও হুল্লোড়ে মেতেছে ভবানীপুরের মল্লিকবাড়ি। মল্লিক বাড়ির ভাইফোঁটার রীতিও সাবেকি। পুরনো রীতি-রেওয়াজ মেনে দালানে এক হন ভাই-বোনরা। এদিন সমাজমাধ্যমে কোয়েলের ভাগ করে নেওয়া ছবিতে একসঙ্গে দেখা গেল কয়েক প্রজন্মকে।

 

 

 

 

 

এক ফ্রেমে যেমন ধরা দিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর বড়দিদি। অন্যদিকে, একরত্তি কাব্যও এই প্রথম দাদা কবীরের কপালে ফোঁটা দিল। বাড়ির সদস্যদের সঙ্গে খোশমেজাজে ধরা দিলেন কোয়েলও। 

 

 

 

অভিনেত্রীর ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, মায়ের কোলে বসে দাদা কবীরকে ফোঁটা দিচ্ছে একরত্তি কাব্য। দুই ছেলে-মেয়েকে নিয়ে এই রীতি পালন করতে পেরে কোয়েলও যে দারুণ খুশি, তা ওই ছবিতেই স্পষ্ট। এই বছর দুর্গাপুজোয় মেয়ের মুখ প্রথম সামনে আনেন কোয়েল। সপ্তমীর দিন কাব্যকে কোলে নিয়ে বাড়ির পুজোয় আসেন তিনি। মণ্ডপে এতদিন ছেলে কবীরকে নিয়ে খোশমেজাজে দেখা যেত কোয়েলকে। এই বছর ছেলে ও মেয়েকে নিয়ে দুর্গাপুজোয় যেন আরও অপরূপা হয়ে উঠেছিলেন অভিনেত্রী। 

 

 

আরও পড়ুন: শুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্যে আহত বনি সেনগুপ্ত! এখন কেমন আছেন অভিনেতা?

 

 

বাড়ির পুজোয় প্রথমবার সামিল ছিল মেয়ে কাব্য। কেমন অনুভূতি ছিল মা কোয়েলের? আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেছিলেন, "ওর তো প্রথম পুজো, নিজে তো এখনও এতকিছু বোঝাতে পারে না, তবে আমি বুঝেছি, সবার সঙ্গে থেকে ও খুব খুশি হয়েছে। কাব্যকে সাজানো, ওকে তৈরি করা, ঠাকুর দালানে নিয়ে আসা, এই গুলো করতে আমার নিজের খুব মজা লেগেছে। আশা করি, ওর ভাল লেগেছে অনেক বেশি‌।" 

 

 

 

 

প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক অভিনীত ছবি 'স্বার্থপর'। ছবিতে মধ্যবিত্ত বাঙালি বাড়ির ঘরোয়া মেয়ে অপর্ণা। বিয়ে হয়ে গিয়েছে। আলাদা সংসার আছে। কিন্তু তা বলে কি বাবার বাড়ির উপর তার আর কোনও অধিকার নেই? এই প্রশ্নই তুলছে অন্নপূর্ণা বসুর প্রথম পরিচালিত ছবি ‘স্বার্থপর’। গল্পে 'অপর্ণা'র চরিত্রে কোয়েল। কোয়েলের দাদার চরিত্রে কৌশিক সেন। দাদা ও বোনের এক অসম দ্বন্দ্ব ফুটে উঠবে এই ছবিতে। সঙ্গে পাল্লা দেবেন রঞ্জিত মল্লিকও। বহু বছর পর আবারও একসঙ্গে একফ্রেমে ধরা দেবেন বাবা-মা। তবে গল্পের আঙ্গিকে তাঁরা অন্য দুই চরিত্রে। ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলেছে ছবিটি।