দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই আসছে একের পর এক ধারাবাহিক। বাংলা টকিজের প্রযোজনায় আসছে আরও এক নতুন মেগা।
এই ধারাবাহিকের হাত ধরে খল নায়ক হতে চলেছেন নায়ক! অর্থাৎ জনপ্রিয় ধারাবাহিক 'গীতা এলএলবি'তে ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল গঙ্গোপাধ্যায়। ওই মেগায় তাঁর চরিত্রের নাম ছিল 'সাত্বিক'। অনেকদিন ধরেই গল্পে দেখা যাচ্ছে না তাঁকে। এবার জানা গেল, নতুন চরিত্রে ফিরছেন অভিনেতা। আর পার্শ্ব চরিত্রে নয়, এবার নায়ক হয়ে পর্দায় ফিরছেন রাহুল।
কিন্তু রাহুলের নায়িকা কে হবেন? এই নিয়ে কয়েকদিন ধরেই টেলিপাড়ায় জল্পনা চলছিল। এবার এল খবর। আজকাল ডট ইন-ই প্রথম জানিয়েছিল যে, এই ধারাবাহিকে রাহুলের নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী সুদীপ্তা রায়কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। এই মেগার নাম 'বৃন্দাবন বিলাসিনী'। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তুলিকা বসু। গল্প অনুযায়ী শাক্ত ও বৈষ্ণব ভক্তির লড়াই হবে। মুণ্ডমালিনী দেবীর পূজারী গল্পের নায়কের মা। এই চরিত্রেই রয়েছেন তুলিকা বসু। অন্যদিকে, কৃষ্ণ ভক্তের রূপে দেখা যাবে সুদীপ্তাকে। কীভাবে ভক্তির মিশেলে সব দ্বন্দ্ব মিটে যাবে, সেই গল্পই ফুটে উঠবে এই ধারাবাহিকে।

বরাবরই ইতিবাচক এবং নেতিবাচক চরিত্রে দর্শকের মন জয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী তুলিকা বসুকে। এবারও এক অন্যরকম চরিত্রে নজর কাড়তে চলেছেন তিনি। নতুন চরিত্র নিয়ে আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "কোনও চরিত্রকে শুধুমাত্র ইতিবাচক বা নেতিবাচক এই ভঙ্গিতে দেখি না। তাই বলা যেতে পারে আমার এই চরিত্রটা অনেকটা ধূসর। এর অতীতের অনেকটা প্রভাব পড়ে বর্তমানের উপর। যার জেরে খানিকটা স্বৈরাচারী হয়ে গিয়েছে সে। দাপটের সঙ্গে সবটা নিজের করে নিতে চায়। তবে তার মূলে যে কী কারণ রয়েছে, সেটা জানতে হলে দর্শককে ধারাবাহিকটি দেখতেই হবে।"
আরও পড়ুন: মুক্তির আগেই বিরাট বদল 'ওয়ার ২'-এ! সেন্সর বোর্ডের কাঁচি চলল কিয়ারার মোহময়ী 'বিকিনি' দৃশ্যে?
তিনি আরও বলেন, "অনেকেই বাস্তবের সঙ্গে মিল খুঁজতে যান ধারাবাহিকের। এক্ষেত্রে বলব, অবশ্যই বাস্তবধর্মী গল্পের উপরেই তৈরি হয় মেগা। কিন্তু যে চরিত্রে আমাদের দেখা যায় পর্দায়, তা তো আসল নয়। আমরা অভিনয় করি। অনেকেই চরিত্রের সঙ্গে বাস্তবের মানুষটাকে গুলিয়ে ফেলেন। তাই নানারকম মন্তব্য করেন। একদিকে সেটাই কিন্তু আমাদের প্রাপ্তি। তাই এই ধারাবাহিকের চরিত্রটা নিয়েও খুব আশাবাদী।"
প্রসঙ্গত, নায়িকা সুদীপ্তাকে দর্শক শেষ দেখেছিলেন কালার্স বাংলার ধারাবাহিক 'ফেরারি মন' ধারাবাহিকে। যদিও মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় তাঁর। এর আগে যদিও নাচের মঞ্চে পরিচিতি পেয়েছিলেন সুদীপ্তা। তাঁর প্রথম ধারাবাহিক জি বাংলার 'চোখের বালি'। এই মেগায় 'আশালতা'র চরিত্রে দর্শক দেখেছিলেন সুদীপ্তাকে। কিছুদিন ধরেই টলিপাড়ায় তাঁর ফেরার খবর ছিল। এবার তা পাকা হল। একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী।
