নিজস্ব সংবাদদাতা: ছোট পর্দার চ্যানেল ও প্রযোজকদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানে ফেডারেশন। নেওয়া হল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রত্যেক স্টুডিওতে মহিলাদের জন্য বিশেষ শৌচাগারের ব্যবস্থা, শিল্পী ও কলাকুশলীদের জন্য বিশেষ ক্যান্টিন, ভাল খাবারের ব্যবস্থা করা হবে এবার থেকে।
পাশাপাশি, একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যেখানে সান বাংলা, স্টার জলসা ও জি বাংলা, অর্থাৎ তিনটি চ্যানেলের তরফ থেকে থাকবেন দু’জন করে সদস্য, ফেডারেশনের তরফ থেকে থাকবেন তিন সদস্য এবং প্রযোজকদের তরফ থেকে থাকবেন তিন সদস্য। এই ১২জনের কমিটির তত্ত্বাবধানে থাকবেন স্বরূপ বিশ্বাস এবং নিসপাল সিং রানে। তবে সবচেয়ে বড় সুখবর দিলেন স্বরূপ বিশ্বাস। এবার থেকে বলিউডের হিন্দি ধারাবাহিকের শুটিং হবে কলকাতায়। এমন ব্যবস্থাই করা হচ্ছে। এই বিষয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে সকলকে জানানো হবে।
ধারাবাহিকের শুটিং যাতে কলকাতাতেই করা যায়, এমন পরিকাঠামো তৈরীর পরিকল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এতে আখেরে লাভ হবে টলিউড ইন্ডাস্ট্রির। প্রযোজকদের সঙ্গে মিটিং-এর পর কিছুদিন বাদেই ছোট পর্দার পরিচালকদের সঙ্গে মিটিংয়ে বসবেন স্বরূপ বিশ্বাস। যে সমস্যা ছিল, প্রযোজক, চ্যানেল এবং ফেডারেশনের মধ্যে আলোচনায় তা মিটে দূরত্ব কমবে, আশায় সব পক্ষই।
