বলিউডের অন্যতম বুদ্ধিদীপ্ত তারকা, লেখিকা ও প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খান্না ফের এক আজব অথচ মজাদার গল্পে মাতালেন দর্শককে। নিজের টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এর সাম্প্রতিক পর্বে হাজির ছিলেন আলিয়া ভাট আর বরুণ ধাওয়ান। সেই পর্বেই টুইঙ্কল শোনালেন বহু বছরের পুরনো এক ঘটনা, যা একসময় সোশ্যাল মিডিয়ায় চরম বিভ্রান্তি তৈরি করেছিল। চমকে উঠেছিল তামাম বলিপ্রেমীরা।

 

ঘটনা বেশ সিনেম্যাটিক। টুইঙ্কলের জন্মদিনে প্রয়াত কিংবদন্তি অভিনেতা তথা আলিয়ার শ্বশুর ঋষি কাপুর একটি টুইট করেছিলেন—

“হ্যাপি হ্যাপি বার্থডে! তুমি তখন তোমার মা ডিম্পলের গর্ভে ছিলে, যখন আমি তাঁকে খোলা আকাশের নীচে বসে গুনগুন করে প্রেমের গান শোনাচ্ছিলাম।”

 

এই টুইটের সূত্র ধরেই গুজবের ঝড় ওঠে। অনেকেই ধরে নেন, টুইঙ্কল বুঝি ঋষি কাপুরের অবৈধ কন্যা! সোশ্যাল মিডিয়ায় সেই সময় নানা ট্রোল, প্রশ্ন আর কৌতুক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত ঋষি কাপুরকেই ব্যাখ্যা দিতে হয় নিজের করা সেই টুইটের। তিনি স্পষ্ট করে বলেন, “ডিম্পল তখন গর্ভবতী ছিলেন, আর আমি 'ববি' ছবিতে গান গাইছিলাম, তার সঙ্গে— এটুকুই ব্যাপার! ব্যস, এর বাইরে আর কিছু নয়।”

 

টুইঙ্কল এ ঘটনা স্মরণ করে মজা করে আলিয়াকে বলেন—“আমি তো প্রায় কাপুর পরিবারের মেয়ে হয়ে যাচ্ছিলাম আলিয়ার শ্বশুরের কল্যাণে!” এই ঘটনা শোনামাত্রই আলিয়ার মুখে ধরা পড়ে অস্বস্তির ছাপ। সঙ্গে সঙ্গে পরিস্থিতি হালকা করতে টুইঙ্কল হেসে বলে ওঠেন— “আরে, চিন্তা করো না, আমি তোমার শ্বশুরবাড়ির লোক নই, নিছক একটা ভুল বোঝাবুঝি হয়েছিল।”

 

 

পাশ থেকে বরুণ ধাওয়ান যোগ করেন— “ এখন তো আলিয়া একেবারেই বুঝতে পারছে না, এসব কথা শুনে ও কী প্রতিক্রিয়া দেবে।”

 

অন্যদিকে, ‘টু মাচ’ শো কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সমাজমাধ্যমে। একাংশের কাছে এই শো বেশ‌ ফুরফুরে, মজাদার। তারকারা পরস্পরের পিছনে লাগছে, এই বিষয়টা দর্শকের এই অংশের কাছে বেশ উপভোগ্য। দর্শকের অন্য অংশের মতে, শো-তে 'ডাবল স্টার পাওয়ার' থাকলেও কনটেন্ট কিন্তু আশানুরূপ নয়। তাঁদের মতে, “দুই পর্ব শেষ হলেও এই শো মোটেও 'টু মাচ' লাগছে না। বরং কাজল আর টুইঙ্কল অনেক সময় শুধু হেসে যাচ্ছেন, কথোপকথনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন না। সম্পাদনায় 'কাট-অ্যান্ড-অ্যাকশন ফরম্যাটে কনভারসেশন' টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাই কোনও ধারাবাহিকতা নেই। শো-এর নাম শুনে আমরা হয়তো অতিরিক্ত কিছু আশা করে ফেলেছিলাম।”

 

প্রসঙ্গত, এই 'টু মাচ' শো এর কনসেপ্ট হল দু'জন সঞ্চালক—কাজল ও টুইঙ্কল, যাঁরা প্রতিটি পর্বে শোয়ের একাধিক অতিথিদের সঙ্গে আলাপচারিতা করবেন।

টুইঙ্কল খন্না শুধু অভিনেত্রী নন, বর্তমানে জনপ্রিয় কলামিস্ট, লেখিকা এবং প্রযোজক। তাঁর রসবোধ আর খোলা মনের গল্প বলার ভঙ্গিই শো-এর মূল আকর্ষণ।

সহজ ভাষায় বললে, টুইঙ্কল খন্না প্রমাণ করলেন, বলিউডে এখনও তিনিই হাসির আড্ডার প্রাণভোমরা। গুজব-ভুল বোঝাবুঝিকে কীভাবে রসিকতায় পরিণত করা যায়, তা তাঁর চেয়ে ভালো আর কে-ই বা জানে!