ভিডিও বৌমা'। এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায়চৌধুরী। গল্পে তাঁরা 'আকাশ' ও 'মাটি'। দু'জনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
আকাশ-মাটির জীবনধারা একেবারে আলাদা। তবুও গল্পের মোড়ে এক হয়ে যায় তাদের রাস্তা। শুরু থেকেই এই মেগা জায়গা করে নিয়েছে দর্শক মহলে। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করছেন দর্শক। গল্পে হঠাৎই আকাশ ও মাটির বিয়ে হয়েছে। আকাশ যদিও বিয়েতে বিশ্বাস করে না। ফলোয়ার বাড়ানোর তাগিদে মাটিকে বিয়ে করে আকাশ। তবে বহুবার বিভিন্ন রকমারি পর্বের জন্য কটাক্ষের মুখে পড়েছে এই মেগা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মাটি জানতে পারে যে দু'দিন পরেই আকাশের জন্মদিন। কিন্তু কোনও এক অজানা কারণে লাহিড়ী বাড়িতে পালিত হয়না আকাশের জন্মদিন। এদিকে রিম মতলব করে মাটিকে বলে জন্মদিন উপলক্ষে আয়োজন করতে। মাটিও খুশি হয়ে শুরু করে আয়োজন। কিন্তু আকাশের জন্মদিনের দিনেই ঘটেছিলো এক অঘটন। মারা গিয়েছিলেন আকাশের মা-তারপর থেকেই জন্মদিন পালনে ঘোর আপত্তি আকাশের।
কিন্তু এইসব কিছু না জেনেই মাটি এক বিশাল আয়োজন করে। সন্দেশ দিয়ে বানায় সুন্দর একটা কেক। পরিকল্পনা করেই মাটিকে আকাশের মায়ের একটা শাড়ি পড়তে বলেন রিম। জন্মদিনের পার্টির মধ্যেই ঘটে বিপদ! এত আয়োজন দেখে রাগে ফেটে পরে আকাশ। সমস্ত রাগ উগড়ে দেয় মাটির উপর।
মাটি বুঝতে পারে আকাশের মনে গভীর ক্ষত। তাই সে এতদিন ধরে নিজেকে দূরে সরিয়ে রেখেছে তার বাবার থেকে। মায়ের মৃত্যুর জন্য বাবাকেই দায়ে করে সে! এবার কী করবে মাটি? সে কি পারবে আকাশ এবং তার পরিবারের দূরত্ব দূর করে দিতে?

কিছুদিন আগেই ‘ভিডিও বৌমা’র একটি পর্বে দেখা যায়, নায়কের চোখ খুলে ঝুলে পড়েছে। পর্ব থেকে ক্লিপিং ছড়িয়ে পড়তেই চরম কটাক্ষ নেটপাড়ায়। আর সেই দৃশ্য দেখে যদিও জানা যায়, মাটির সঙ্গে মজা করতে গিয়েই এমন সেজেছিল আকাশ। কিন্তু সেটা অন্য আকার নেয় দর্শকের কাছে। একের পর এক কটাক্ষের তির ধেয়ে এসেছে এই ধারাবাহিকের দিকে। বর্তমানে অলৌকিকতার ছোঁয়া দেখা যাচ্ছে এই ধারাবাহিকে। নাগ-নাগিনীদেরও গল্প উঠে আসছে এই মেগায়। তবে যাই হোক না কেন, দর্শকের চোখে জনপ্রিয়তায় রয়েছে এই মেগা। তাই 'ভিডিও বৌমা'র প্রতিটি পর্বের নিত্যনতুন চমকে বেশ মনোরঞ্জন করছে এই ধারাবাহিক। তাই প্রতি সপ্তাহে সান বাংলার টিআরপি-তেও বেশ ভালই ফল করছে এই ধারাবাহিক।
প্রসঙ্গত, গল্পের নিরিখে বেশ ভালই এগোচ্ছে এই ধারাবাহিক। বহু বছর পর এই মেগার হাত ধরে আবারও ছোটপর্দায় ফিরেছেন আরিয়ান ভৌমিক। কিন্তু প্রথমেই কটাক্ষের মুখে পড়েন নায়ক। তবে আরিয়ানের জনপ্রিয়তা সবকিছুকে পিছনে ফেলে প্রতি সপ্তাহে টিআরপিতে এর জবাব দিচ্ছে।
