নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার রমরমিয়ে চলছে ঝিল্লি ও ঋষিরাজের গল্প। 'তেঁতুলপাতা'র প্রতিটা চরিত্রই যেন নজরকাড়া। দর্শকমনে তাই অল্প দিনেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।‌

 


ঋষির বউ হয়ে তেঁতুলপাতায় উড়ে এসে জুড়ে বসেছে ঝিল্লি। গোমরামুখো ঋষি মনে মনে ঝিল্লিকে ভালবাসলেও এখনও পর্যন্ত মুখ ফুটে বলতে পারেনি। এদিকে, ঋষির প্রতি ভাললাগা প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে ঝিল্লির। 

 

এদিকে, তাদের মাঝে এসে হাজির ঋষির প্রাক্তন প্রেমিকা ঝোরা। কিন্তু তার সামনে ঝিল্লিকে স্ত্রী বলে স্বীকার করেনি ঋষি। এদিকে, ঝিল্লির বড়জা চক্রান্ত করে ঋষি ও ঝোরার বিয়ে ঠিক করে। ঘটনায় অবাক হয়ে যায় ঋষি। তখন তার সামনে ঝিল্লি এসে বলে ঝোরাকে মালা পড়িয়ে বিয়ে শুরু করতে। ঝিল্লির কথা শুনে চটে লাল হয়ে ঝিল্লির আসল পরিচয় ঝোরার সামনে ফাঁস করে ঋষি। এবার কী ঋষি-ঝিল্লিকে দূরে সরানোর চেষ্টা করবে ঝোরা? এই প্রশ্নের মাঝেই ঝিল্লির জীবনে এল নতুন প্রেম।

 

তার স্বপ্নের রাজকুমার যে আর কেউ নয়, সে ঋষিই। তা এবার বুঝতে পারে ঝিল্লি। ঋষির প্রেমে পড়ে সে। মনের কথা কি ঋষিকে বলতে পারবে ঝিল্লি? এবার কি শুরু হবে তাদের প্রেম? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।