নিজস্ব সংবাদদাতা: বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’। দীর্ঘ দু'বছরের বেশি সময় ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়ে আসছে সৃজন-পর্ণার গল্প। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ভাল ফলাফল করে এই ধারাবাহিক। যদিও আগে 'বাংলা সেরা'র মুকুট দখল করলেও এখন মান পড়ে গিয়েছে এই ধারাবাহিকের।

 

 

বর্তমানে গল্পে দেখানো হচ্ছে, হারানো স্মৃতি আবারও ফিরে এসেছে পর্ণার। কিন্তু ষড়যন্ত্র থামায়নি ইশা। তাই পুজোর আগে চক্রান্ত করে গয়না চুরি করে সে। আর দোষ চাপায় পর্ণার কাঁধে। গয়নার দোকানের মালিক পুলিশ নিয়ে আসে পর্ণাকে গ্রেফতার করতে। 

 

 

এই ঘটনায় বাড়ির সবাই অবাক হয়ে যায়। গয়না চুরির অপবাদ নিজের উপর থেকে সরাতে কিছুদিন সময় চেয়ে নেয় পর্ণা। মনে মনে বাড়ির সবার কাছেও তাকে ছোট করতে নতুন ছক কষে ইশা। পুজোর আগেই কী চুরি যাওয়া গয়না খুঁজে পাবে পর্ণা? ধরতে পারবে আসল দোষী কে? এই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

 

 

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই টলিপাড়ার অন্দরের গুঞ্জন এবার নাকি শেষের পথে এই ধারাবাহিক। সেই জায়গায় আসছে নতুন গল্প 'পরিণীতা'। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধছেন উদয় প্রতাপ সিং ও নবাগতা ঈশানী। যদিও 'নিম ফুলের মধু' শেষ হওয়ার কোনও লক্ষণ গল্পে দেখা যাচ্ছে না। এমনকী এই বিষয়ে মুখ খোলেননি চ্যানেল কর্তৃপক্ষও।