সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
টুইঙ্কেলের সঙ্গে মনোমালিন্য মা ডিম্পলের?
ডিম্পল কাপাডিয়া অভিনীত 'গো নানি গো' ছবির প্রিমিয়ারে এসে মনোমালিন্য হল মা-মেয়ের! মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে ছবি তুলতে চাইলেন না মা ডিম্পল! ঠিক কী হয়েছিল সেদিন? মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ডিম্পল ও টুইঙ্কেলকে ছবি শিকারিরা বলেন, একসঙ্গে ছবি তুলতে। জবাবে খানিকটা মজার ছলেই ডিম্পল বলেন, "আমি জুনিয়র অভিনেত্রীদের সঙ্গে ছবি তুলি না"। মা-মেয়ের খুনসুটিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ঋদ্ধিমা গোপন স্বভাব ফাঁস
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানান, তাঁর ননদ ঋদ্ধিমার কাছে বলিউডের সমস্ত হাঁড়ির খবর থাকে। এবং মাঝেমধ্যেই নাকি ঋদ্ধিমা সেই গোপন খবরগুলো ফাঁস করে দেন। আলিয়ার কথায়, "ঋদ্ধিমার কাছে যে পরিমাণ গোপন তথ্য থাকে আর কারওর কাছে থাকে না। চর্চিত সমস্ত খবর মাঝেমধ্যেই আমায় জানিয়ে দেয় সে। কিন্তু এখনও পর্যন্ত কারওর বিশ্বাস ভাঙেননি ঋদ্ধিমা।"
জায়েদকে অপমান শাহরুখের!
'ম্যায় হুঁ না' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা জায়েদ খানকে। কিন্তু এই ছবিতে শাহরুখের ব্যাবহারে মন খারাপ হয়েছিল অভিনেতার। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, "ছবির শুটিংয়ের আগে ফারাহ খান আমায় শাহরুখের অফিসে ডাকেন এবং খুব বদ মেজাজের সঙ্গে চুপ করে বসে থাকতে বলেন। এরপর শাহরুখ এসে প্রথমেই জিজ্ঞেস করেন আমি অভিনয় পারি কিনা। হঠাৎ এমন প্রশ্ন শুনে খুব অপমান বোধ করি। কারণ অভিনয় করব বলেই তাঁদের কাছে গিয়েছিলাম। যদিও আমার খারাপলাগা কাউকে বুঝতে দিইনি।"
