নিজস্ব সংবাদদাতা: আবারও নিজের জায়গা দখল করল জি বাংলার 'নিম ফুলের মধু'। ৭.০ নম্বর পেয়ে চলতি সপ্তাহের 'বাংলা সেরা'র খেতাব জিতল 'পর্ণা'-'সৃজন'। জায়গা ফিরে পেল স্টার জলসার 'কথা'ও। ৬.৭ নম্বরে দ্বিতীয় স্থানে 'এভি' ও 'গোবরদেবী'র কেমিস্ট্রি। চমক দিয়ে ৬.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিল 'উড়ান'। রত্নাপ্রিয়া আর প্রতীকের অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকের। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। 'ফুলকি' ও 'শুভ বিবাহ'-এর প্রাপ্ত নম্বর ৬.৫। পঞ্চমে ৬.৩ নম্বরে 'কোন গোপনে মন ভেসেছে'। 'অনিকেত' আর 'শ্যামলী'র জীবনে নতুন টানাপোড়েন নজর কেড়েছে দর্শকের।
ষষ্ঠ স্থানে ৬.২ নম্বরে রয়েছে 'জগদ্ধাত্রী'। 'গীতা এলএলবি' নেমে এসেছে সপ্তমে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। ৬.০ নম্বরে অষ্টমে রয়েছে 'বঁধুয়া'। নামে রয়েছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। প্রাপ্ত নম্বর ৫.৫। এই মাসেই শেষ হচ্ছে জি বাংলার 'মিঠিঝোরা'। ৫.২ নম্বরে দশমে রয়েছে এই ধারাবাহিক।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই শেষ সম্প্রচার 'তোমাদের রাণী'র। প্রাপ্ত নম্বর ৪.৩। এদিকে নতুন শুরু হওয়া 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'-এর নম্বর ৪.৯। আর 'মালাবদল'-এর 'ঘটক দিদি' পেল ৩.৪।
ষষ্ঠ স্থানে ৬.২ নম্বরে রয়েছে 'জগদ্ধাত্রী'। 'গীতা এলএলবি' নেমে এসেছে সপ্তমে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। ৬.০ নম্বরে অষ্টমে রয়েছে 'বঁধুয়া'। নামে রয়েছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। প্রাপ্ত নম্বর ৫.৫। এই মাসেই শেষ হচ্ছে জি বাংলার 'মিঠিঝোরা'। ৫.২ নম্বরে দশমে রয়েছে এই ধারাবাহিক।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই শেষ সম্প্রচার 'তোমাদের রাণী'র। প্রাপ্ত নম্বর ৪.৩। এদিকে নতুন শুরু হওয়া 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'-এর নম্বর ৪.৯। আর 'মালাবদল'-এর 'ঘটক দিদি' পেল ৩.৪।
