নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহের টিআরপি লিস্ট দেখে অবাক হয়েছিলেন টেলিভিশনের দর্শকরা। সবাইকে পিছনে ফেলে এক নম্বরে নিজের জায়গা করে নিয়েছিল ষ্টার জলসার 'গীতা এলএলবি'। তবে চলতি সপ্তাহে 'বাংলা সেরা'র তকমা জিতে নিল জি বাংলার 'নিম ফুলের মধু'। প্রাপ্ত নম্বর ৭.২। 

দ্বিতীয় স্থানে রয়েছে 'শ্যামলী'-'অনিকেত'-এর গল্প 'কোন গোপনে মন ভেসেছে'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে ৭.০ নম্বর পেয়ে রয়েছে 'ফুলকি'। এই মুহূর্তে অনস্ক্রিন 'ফুলকি'-'রোহিত'-এর মিষ্টি প্রেম জমে উঠেছে। গত সপ্তাহে চমক দিলেও এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ষ্টার জলসার 'গীতা এলএলবি'। প্রাপ্ত নম্বর ৫.৯। পঞ্চমে যৌথভাবে রয়েছে ষ্টার জলসা ও জি বাংলার দুটি ধারাবাহিক। ৬.৮ নম্বরে যৌথভাবে পঞ্চমে রয়েছে 'জগদ্ধাত্রী' ও 'কথা'। 

ষষ্ঠ স্থানে ৬.৩ নম্বরে রয়েছে 'উড়ান'। সপ্তম স্থানে যৌথভাবে রয়েছে ষ্টার জলসার দুই ধারাবাহিক 'শুভ বিবাহ' ও 'বঁধুয়া'। অষ্টমে ৫.৮ নম্বরে আবারও যৌথভাবে রয়েছে ষ্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ও 'রোশনাই'। নবমে ৫.৭ নম্বরে রয়েছে 'মিঠিঝোরা'। দশমেও যৌথভাবে রয়েছে জলসার দুই ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' ও 'হরগৌরী পাইস হোটেল'। তাদের প্রাপ্ত নম্বর ৪.৬। 

চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় এক থেকে দশে জায়গা পেল না শুরু হওয়া নতুন ধারাবাহিকগুলি। তবে স্লটের পরিবর্তন হলে কিছুটা বদল আসতে পারে এই তালিকায়, এখন এই আশাই করছে চ্যানেল কর্তৃপক্ষরা।