নিজস্ব সংবাদদাতা: দু'বছরের আগেই হঠাৎ করে শেষ দিনের শুটিং হয়ে গেল 'মিঠিঝোরা'র। শোনা যাচ্ছে, জুলাই মাসের ১১ তারিখ পর্দায় শেষবারের মতো দেখানো হবে জি বাংলার অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিক। 

২০২৩ সালের নভেম্বর মাসে 'মিঠিঝোরা'র পথ চলা শুরু হয়েছিল। প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা। 

রাই-অনির্বাণের জুটিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছে। দু'জনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, দিনশেষে একে অপরের সঙ্গে সুখ খুঁজে নিয়েছে তাঁরা। জনপ্রিয়তা পেয়েছে স্রোত ও সার্থকের জুটিও। নিলু ও ক্রান্তিকেও কিছুদিনের মধ্যেই আপন করে নিয়েছেন সকলে। রাই-অনির্বাণের জীবনে এসেছে তাঁদের নতুন সদস্য। গল্পের বিভিন্ন মোড়ে যদিও দূরত্ব বেড়েছে রাই-অনির্বাণ এবং স্রোত ও সার্থক জুটির মধ্যে। তবে কথায় আছে, যার শেষ ভাল তার সব ভাল। তাই হয়তো এই তিন জুটি এবং তিন বোনের মধ্যে মিল দেখিয়েই শেষ করা হবে ধারাবাহিক।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই 'মিঠিঝোরা' শেষের কথা শোনা গেলেও নতুন ট্র্যাক এসেছে বার বার। তাই আচমকা এইভাবে শেষ করে দেওয়া হবে ধারাবাহিক, তা ভাবতে পারেননি শিল্পী, কলাকুশলী সহ অনুরাগীরাও। এমনকী মঙ্গলবারও অনেকে জানতেন না আজ ধারাবাহিকের শেষ শুটিং হবে। 

বিগত দিনে মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছে একাধিক ধারাবাহিক, সেখানে আর কয়েকদিন হলেই দু'বছর সম্পূর্ণ হবে 'মিঠিঝোরা'। তবে তা আর হল না। শেষ দিকে টিআরপি তালিকাতেও সেইভাবে জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। আর এই সময়ে এবার থেকে কোন ধারাবাহিক দেখা যাবে, সেদিকে তাকিয়ে দর্শক মহল।