নয়ের দশকের বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন ছিলেন কিমি কাটকর। মাত্র ২০ বছর বয়সে বলিউডে পা রাখেন কিমি কাটকার, ছবির নাম ‘পাথর দিল’।
2
7
তবে সত্যিকারের পরিচিতি আসে সেই বছরই ‘অ্যাডভেঞ্চারস অফ টারজান’-এর মাধ্যমে। হেমন্ত বীরজের বিপরীতে টারজান গার্লের চরিত্রে তাঁর আবেদনময়ী উপস্থিতি আজও সিনেপ্রেমীদের মনে টাটকা। সেই ছবিতে প্রায় নগ্ন কিমির দৃশ্য সে সময়ে তুমুল চর্চিত হয়েছিল। ২০০২ সালে ‘টারজান কি বেটি’ নামে এর সিক্যুয়েলও মুক্তি পায়। ছবির পোস্টার থেকে গান— সর্বত্র ছড়িয়েছিল কিমির ঝলকানি।
3
7
অনেকেই জানেন না, রূপালি পর্দায় পা রাখার আগে তাঁর আসল নাম ছিল নায়নতারা কাটকার, যা পরবর্তীতে বদলে হয় কিমি কাটকার।
4
7
যশ চোপড়ার ‘পরম্পরা’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কিমি। পরে সেই চরিত্রে সই করেছিলেন ‘বাহুবলী’ ছবিখ্যাত রম্যা কৃষ্ণণ।
5
7
১৯৯১ সালে মুক্তি পায় 'হম'— যেখানে অমিতাভ বচ্চনের বিপরীতে জুম্মা চরিত্রে কিমির উপস্থিতি আজও আইকনিক। বিগ বি-র সঙ্গে ‘জুম্মা চুম্মা দে দে’ গানে তাঁর আবেদনময়ী নৃত্য ঝড় তুলেছিল গোটা দেশজুড়ে। তখন কিমির বয়স মাত্র ২৬, আর অমিতাভের ৫০!
6
7
১৯৯২ সালে মুক্তি পায় তাঁর শেষ ছবি 'হুমলা'। এরপর আচমকাই বলিউড থেকে বিদায় নেন কিমি।
7
7
নয়ের দশকে মাঝামাঝি সময়ে কিমি বিয়ে করেন বিখ্যাত চিত্রগ্রাহক শান্তনু শিওরি-কে। এরপর অভিনয় জগত পুরোপুরি ছেড়ে অস্ট্রেলিয়ায় মেলবোর্নে পাড়ি দেন তিনি। দম্পতির একমাত্র ছেলে সিদ্ধার্থও এখন তাঁদের সঙ্গেই থাকেন অস্ট্রেলিয়ায়।