অভিনয়েও আছেন, বিতর্কেও আছেন। ৪৮ বছর বয়সেও নিত্য দিন ভক্তদের মনে ঝড় তোলেন শার্লিন চোপড়া। তবে শুধু রূপে ভক্তদের ভোলাননি তিনি, বারংবার বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছেন এই অভিনেত্রী।
2
8
মূলত হিন্দি এবং তেলুগু ছবিতে অভিনয় করেছেন শার্লিন। তবে তাঁর খ্যাতি আসে ২০১২ সালে। আমেরিকার বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন প্লে বয়-তে দেখা যায় শার্লিনের ছবি।
3
8
এর পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। বরাবরই লাস্যময়ী অবতারে তাঁকে দেখতে অভ্যস্ত দর্শকরা।
4
8
কামসূত্র থ্রি ডি ছবির মুখ্য ভূমিকায় নির্বাচন করা হয় তাঁকে। তবে শুটিং-এর দৃশ্য নির্মাতাদের না জানিয়েই সমাজমাধ্যমে আপলোড করে দেন শার্লিন। চটে গিয়ে ছবি থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
5
8
রিয়ালিটি টিভি শো বিগ বস সিজন থ্রি তেও দেখা গিয়েছে শার্লিনকে। তবে অল্প দিনেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি।
6
8
বিগ বস-কে কেন্দ্র করেই সাজিদ খানের সঙ্গে বিতর্কে জড়ান শার্লিন। অভিনেত্রীর দাবি, সাজিদ তাঁকে স্ক্রিপ্ট শোনানোর নাম করে বাড়িতে ডাকেন। তার পর আচমকা নিজের পুরুষাঙ্গ বার করে বলেন, “তুমি কি এটা ছুঁতে চাও? ১০ এর মধ্যে কত দেবে আমার পুরুষাঙ্গকে?”
7
8
২০১২ সালে তৎকালীন টুইটারে শার্লিন লেখেন, যখন তিনি প্রতিষ্ঠিত হননি, তখন অনেকেই তাঁকে টাকার বিনিময়ে সঙ্গম করার প্রস্তাব দিত।
8
8
শার্লিন লেখেন, “অতীতে আমি একাধিকবার টাকার বিনিময়ে সঙ্গম করেছি।… কিন্তু যতবারই করে থাকি না কেন, কোনওটাই আমার আর মনে নেই।”