আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে গতকাল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে চলে এসেছে। আজ গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে শক্তি হারাতে পারে এটি।
2
7
ভারতের মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়েই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি রয়েছে।
3
7
প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত কেরলে একজন এবং তামিলনাড়ুতে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই।
4
7
তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল অতি প্রবল বৃষ্টির সাক্ষী রয়েছে। একদিনে একাধিক জেলায় ২১ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবারেও দক্ষিণ ভারত জুড়ে দুর্যোগের ঘনঘটা।
5
7
আজ কেরল, কর্ণাটকের উপকূলীয় অঞ্চল, দক্ষিণ ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। একটানা অতি প্রবল বৃষ্টির জেরে কেরল ও মাহেতে নীচু এলাকায় বন্যা ও পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। যার জেরে স্থানীয় বাসিন্দাদের ও পর্যটকদের সতর্ক করা হয়েছে।
6
7
মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ভারতের সব রাজ্যেই বজ্রপাত ও দমক ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বন্যার সতর্কতা জারি করা হয়েছে আগেভাগেই।
7
7
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে বন্যা ও হড়পা বানের সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে জল জমা, নীচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। নিত্যযাত্রীদের এই পরিস্থিতিতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আবহাওয়াবিদরা।