বলিউডে প্রেমের মানেই একটাই মুখ! শাহরুখ খান। বছরের পর বছর ধরে তিনি যেন শিখিয়ে দিয়েছেন, সত্যিকারের রোম্যান্স দেখতে কেমন হয়। শুধু চেহারায় নয়, তাঁর চোখের অভিব্যক্তিতে, সংলাপের জাদুতে, আর সেই দু’হাত মেলে ধরা মুহূর্তে যেন প্রেমের অভিধানই বদলে গেছে।
2
7
অ্যাকশন হোক বা থ্রিলার, ‘বাদশা’-র কেরিয়ারে অনেক কিছুই এসেছে, কিন্তু প্রেমে পড়ার সেই দৃশ্যগুলোই আজও সময়ের গণ্ডি পেরিয়ে অমর। চলুন, ফিরে দেখি শাহরুখের সেই পাঁচটা দৃশ্য, যেগুলো আজও প্রেমের সংজ্ঞা লিখে দেয় নতুন করে।
3
7
দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে: বলিউডে প্রেমের ক্লাসিক মানেই ডিডিএলজে'! ছবির শেষ দৃশ্য আজও রোম্যান্সের ইতিহাসে এককথায় কিংবদন্তি। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে রাজের (শাহরুখ) বাড়ানো হাত, আর বাবার অনুমতিতে দৌড়ে গিয়ে সিমরনের (কাজল) সেই হাত ধরা! এই এক মুহূর্তেই যেন বিশ্বাস জন্মেছিল, সত্যিকারের প্রেম মানে শুধু পালিয়ে যাওয়া নয়, লড়েও জেতা যায়। সম্মানের সঙ্গে।
4
7
বলেছিল, “যে মেয়ে আমার সেরা বন্ধু নয়, আমি তাকে ভালবাসতে পারব না”! সেটাই হয়ে উঠেছিল নয়ের দশকের প্রেমের মন্ত্র। প্রেমের শুরু বন্ধুত্ব থেকেই, এই ধারণা ছড়িয়ে পড়েছিল গোটা দেশের তরুণদের মনে।
5
7
কভি খুশি কভি গম : দিল্লির চাঁদনি চক-এর গলিতে রাহুল আর অঞ্জলির প্রেম মানে মিষ্টি খুনসুটি আর চোখের ভাষায় কথা। সেই বিখ্যাত চুড়ি পরানোর দৃশ্য, যেখানে শাহরুখ ধীরে ধীরে অঞ্জলির হাতে চুড়ি পরিয়ে দেয়, চোখে তখন তার একইসঙ্গে লজ্জা আর হাসি। এক কথায় খাঁটি বলিউড রোম্যান্স! সেই স্লো-মোশন মুহূর্ত আজও প্রেমিকদের হৃদয়ের ফ্রেমে ঝুলে আছে।
6
7
কল হো না হো: অমনের ডায়রি থেকে শোনা সেই ভালবাসার স্বীকারোক্তি, “ভালবাসতে তো অনেকেই পারে, কিন্তু আমার মতো তোমাকে ভালবাসতে আর কেউ পারবেই না, কারণ…” কেবল সংলাপ নয়, এই দৃশ্যই ছিল প্রেমের ত্যাগের সবচেয়ে সুন্দর প্রকাশ। শাহরুখের চোখে যে যন্ত্রণা, যে ভালবাসার গভীরতা ধরা দিয়েছিল, তা দর্শককে কাঁদিয়ে দিয়েছিল। ভালবাসা মানে শুধু পাওয়া নয়, কখনও কখনও ছেড়ে দেওয়াও।
7
7
ওম শান্তি ওম: ওম প্রকাশ মাখিজা-এক জুনিয়র আর্টিস্ট, যার স্বপ্ন শুধু এক ঝলক দেখা প্রিয় অভিনেত্রী শান্তিপ্রিয়ার। প্রিমিয়ার নাইটে যখন শান্তির পোশাকে ওমের ব্যান্ড আটকে যায় আর ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে 'আজব সি ' গানের সুর, তখন সেই দৃশ্যটি হয়ে উঠেছিল যেন সব প্রেমিকের নিজস্ব গল্প। আজও সমাজমাধ্যমে মিম থেকে রিল, এই দৃশ্য বলিউডের রোম্যান্টিক পপ কালচারের চিরসবুজ প্রতীক।