আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লিতে দূষণ মাত্রা ছাড়িয়েছে। একাধিক জায়গায় বাতাসের গুণগত মান ৫০০ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজধানীতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলেছে দিল্লি সরকার। বুধবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।


দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বুধবার সকালে জানিয়েছেন, ‘দূষণ কমাতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য বুধবার দুপুর ১টায় শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক হবে।’ বৈঠকের পরেই স্থির হবে পরবর্তী সিদ্ধান্ত। 


প্রসঙ্গত, রাজধানীতে কৃত্রিম বৃষ্টি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন গোপাল রাই। এখন দেখার মোদি কী জবাব দেন। এদিকে, দূষণের জন্য দিল্লির সমস্ত স্কুলে অনলাইনে পঠনপাঠন শুরু হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতেও এখন অনলাইনে চলবে পঠনপাঠন। অনলাইন ক্লাস হবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও। দৃশ্যমানতা কম থাকার জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আংশিক ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। 


বুধবার অবশ্য খানিক কমেছে দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, বুধবার সকালে রাজধানীর বাতাসের গুণগত মান ৪২২। যদিও বুধবার সকাল থেকেই ঘন ধোঁয়াশা ছিল দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে। দৃশ্যমানতাও যথেষ্ট কম। দিল্লির দূষণ মোকাবিলায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে প্রশাসন।