আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা বাড়িতে পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণ। অভিযোগ উঠেছে নির্যাতিতার দাদার বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত ১৪ বছরের কিশোরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দিল্লিতে। 

 

শনিবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে সাউথ ওয়েস্ট দিল্লিতে। সকালে কাপাসেরা থানায় ফোন করে ধর্ষণের অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। পরিবার পুলিশকে জানিয়েছে, সেই সময় বাড়িতে তাঁরা দুজনেই কেউ ছিলেন না। দুইজনেই পেশায় শ্রমিক। কাজের কারণে ভোরেই বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে একা ছিল নাবালিকা। সেই সুযোগেই নাবালিকাকে ধর্ষণ করে ওই কিশোর। 

 

নির্যাতনের পরেই ফোন করে বাবা-মাকে খবর পাঠায় নাবালিকা। তড়িঘড়ি ছুটে আসেন তাঁরা। পুলিশকে জানানোর পর, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। নাবালিকার মেডিক্যাল টেস্টও করানো হয়। তার বয়ান রেকর্ড করেছে পুলিশ। কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।