আজকাল ওয়েবডেস্ক: শীতের মুখে প্রতিবছর দিল্লির বাতাসের স্বাস্থ্য চিন্তা বাড়ায়। দীপাবলির মরশুমের পর থেকেই খারাপ হতে থাকে বাতাসের স্বাস্থ্য। এবছর আপ সরকার আগে থেকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল বাজি পোড়ানোয়। তাও দিল্লির বাতাসের একিউআই গত কয়েকদিন ধরে চিন্তা বাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার পাঁচ পরিকল্পনা গ্রহণ করেছে সেখানকার সরকার। শুক্রবার থেকেই দেশের রাজধানীতে চালু হবে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩। 

এতে বলা হয়েছে, রাস্তাঘাটে আরও বেশি পরিমাণ জল ছেটানো হবে। বিশেষ, অত্যাবশকীয় কারণ ছাড়া ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করা যাবে না। দিল্লি, গাজিয়াবাদ, গুরুগাঁও, ফরিদাবাদের কিছু অংশের রাস্তায় আপাতত চলাচল করতে পারবে না  বিএস ৩-এর পুরনো সিরিজের পেট্রল-চালিত গাড়ি এবং বিএস ৪-এর পুরনো সিরিজের ডিজেল চালিত গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর রাস্তায় কমানো হবে চলাচলকারী বাসের সংখ্যা এবং এখনই প্রয়োজন নয়, এই ধরনের সব নির্মাণ এবং ভাঙার কাজ বন্ধ থাকবে। তবে, জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্যসেবা-সহ কয়েকটি অতি প্রয়োজনীয় বিভাগে এই নিয়ম কার্যকরী নয়। 

গত দু’ দিনে দিল্লির একিউআই-এর মাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০০-এর উপর। বুধবারের পর, এদিনও দিল্লির দূষণ মাত্রা ছাড়িয়েছে। দিল্লি থেকে ২৫০ কিলোমিটার দূরে চন্ডীগড়ে বৃহস্পতিবার সকালে বাতাসের গুণগত মান ছিল ৪১৫। এছাড়া গাজিয়াবাদে (‌৩৭৮)‌, নয়ডায় (‌৩৭২)‌, গুরুগ্রামে (‌৩২৩)‌। যা খুবই খারাপের পর্যায়ে পড়ে। চিকিৎসকদের মতে, লাগাতার দূষণের জেরে শ্বাসকষ্টের মতো সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে।দিল্লির পরিবেশমন্ত্রী জানিয়েছিলেন,  গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ এখনই দিল্লিতে চালু করার প্রয়োজন নেই। যদিও বৃহস্পতিবার সন্ধেয় জানা গেল, শুক্রবার সকাল থেকেই দেশের রাজধানীতে কার্যকর হবে তা।