আজকাল ওয়েবডেস্ক: একদিকে লাগামছাড়া দূষণ, অন্যদিকে হু-হু করে নামছে তাপমাত্রার পারদ। দূষণে জর্জরিত দিল্লিতে তাপমাত্রার পারদ নামল ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বুধবার মরশুমের শীতলতম রাতের সাক্ষী থাকল দিল্লিতে। এর সাথেই একধাক্কায় কমল দিল্লির একিউআই। 

 

মৌসম ভবন সূত্রে খবর, বুধবার রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিল্লিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ও ১১ ডিগ্রি সেলসিয়াসর আশেপাশেই থাকবে। আজ সকাল সাতটায় দিল্লিতে সার্বিকভাবে বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৩৭৯। যা গত আটদিনের তুলনায় অনেকটাই কম। যদিও এখনও তা 'খারাপ' পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহে দিল্লির বাতাসের গুণগত মান ৫০০ ছাড়িয়েছিল। যদিও আজ বেলার দিকে কয়েকটি এলাকায় একিউআই ৪০০ ছুঁয়েছে। 

 

প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, দূষণ রোধে বর্তমানে দিল্লিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হচ্ছে। অধিকাংশকে ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে স্কুল। অনলাইনে চলছে ক্লাস। বর্তমানে সমস্ত নির্মাণ ও সংস্কারের কাজ বন্ধ রয়েছে। এর জেরে এক-দু'দিনের মধ্যে দিল্লির একিউআই সামান্য কমল।