আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৫ থেকেই বিরাট বদল আসতে চলেছে সরকারি কর্মচারীদের অবসরের নিয়মে।


যার মধ্যে অন্যতম ইউনিফায়েড পেনশন স্কিম। বাড়ছে মহার্ঘ্য ভাতা। এছাড়া অন্যান্য আরও একাধিক সুবিধা মিলতে চলেছে অবসরপ্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীদের।


ইউনিফায়েড পেনশন স্কিম (‌ইউপিএস)‌:‌ বহু বছর ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (‌সেনা ব্যতীত)‌ ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় ছিলেন। কিন্তু গত এপ্রিলে সরকার নিয়ে এসেছে ইউনিফায়েড পেনশন স্কিম। এই স্কিমের ফলে যে কর্মচারী ২৫ বছর চাকরি করেছেন তিনি পেনশন পাবেন অবসরের সময় তাঁর বেসিক স্যালারির ৫০ শতাংশ। এই স্কিমের ফলে ন্যূনতম পেনশন হবে অন্তত ১০ হাজার টাকা।

মহার্ঘ্যভাতা ও ডিয়ারনেস রিলিফ:‌ ২০২৫ সালেই কেন্দ্র দু’‌বার ডিএ বাড়িয়েছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ ডিএ পান। এর ফলে লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হচ্ছেন।


পেনশন মিলবে সহজেই:‌ অনেক সময়েই অবসরের পর কর্মচারীরা দেখতে পান পেনশন চালু হতে বেশ সময় লাগছে। পেনশন পাস অর্ডার (‌পিপিও)‌ আসতে সময় লেগে যায়। কিন্তু সরকারের নতুন নিয়মে অবসরের এক বছর আগে থেকেই এখন এই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। যাতে অবসরের পরের মাস থেকেই কর্মচারীরা পেনশন পেতে শুরু করেন।


ড্রেস অ্যালাউন্স:‌ আগে ড্রেস অ্যালাউন্স বছরে একবার মিলত। কিন্তু কোনও কর্মচারী বছরের মাঝপথে অবসর নিলেও নতুন নিয়মে প্রো রেটা বেসিসে এই টাকা পাবেন তিনি। 


গ্রাচুইটির নিয়মে বদল:‌ নতুন নিয়মে অবসরের পর কর্মচারীরা মোটা টাকা গ্রাচুইটি পাবেন। নতুন পেনশন স্কিমের ফলেই মিলবে মোটা টাকা অবসরের পর গ্রাচুইটি হিসেবে।


অবসর জীবন সুস্থ ও সুন্দর ভাবে কাটানোর জন্যই এই নিয়মগুলিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফে।