আজকাল ওয়েবডেস্ক: আজকের যুগে 'টক্সিক ওয়ার্কপ্লেস', 'অফিস পলিটিক্স' ইত্যাদি শব্দগুলি খুবই প্রচলিত। কাজ করার ক্ষেত্রে কখনও না কখনও এই সব শব্দবন্ধের সঙ্গে আমরা সকলেই পরিচিত। কর্মক্ষেত্র এই পরিস্থিতির সম্মুখীন কাউকে হতে হয়নি এরকম খুঁজে পাওয়া যায় না। কিন্তু দিল্লির এক গ্রাফিক ডিজাইনার দাবি করেছেন, তিনি এমন একটি সংস্থায় যোগ দিয়েছেন যেখানে কোনও মহিলা কর্মী নেই। এর ফলে তাঁকে কর্মক্ষেত্রে কম নাটকের সম্মুখীন হতে হচ্ছে। যুবকের এই দাবির পরেই শুরু হয়েছে বিতর্ক।

শুক্রবার অনুরাগ মৌর্য নামে এক ব্যক্তি এক্স-এ ঘোষণা করেন যে তিনি একটি নতুন চাকরি পেয়েছেন। তিনি লিখেছেন, ''নতুন কোম্পানিতে কেবল ৪০ বছরের বেশি বয়সী পুরুষকর্মীরা রয়েছেন এবং কোনও মহিলা কর্মী নেই। কোনও নাটক নেই, কোনও রাজনীতি নেই। সবাই নিজের চরকায় তেল দেয়।''

?ref_src=twsrc%5Etfw">February 28, 2025

অনুরাগের এই পোস্টের পরেই তৈরি হয়েছে বিতর্ক। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ''অফিস রাজনীতি বেশিরভাগ ক্ষেত্রে ৪০ বছরের বেশি বয়সী কর্মচারীদের দ্বারা করা হয়।'' নারীরা নাটক করে- ব্যক্তির এই দাবিতে ক্ষুব্ধ এক শ্রেণীর মানুষ। একজন লিখেছেন, ''বাড়িতেও তাহলে কোনও মেয়েমানুষ নেই নাটক কম হওয়ার জন্য।'' তবে অনেকেই গ্রাফিক ডিজাইনারের সাথে একমত পোষণ করেছেন, যদিও তা কেবল রসিকতার জন্যই। "আপনি কর্পোরেট স্বর্গে আছেন", একজন ব্যবহারকারী পোস্ট করেছেন। অন্য একজন লিখেছেন, ''কয়েক বছর আগে আমিও একই ধরণের একটি প্রজেক্টে কাজ করেছিলাম এবং বয়স্ক কর্মীদের সঙ্গে কাজ করায় কোনও রাজনীতি বা চাপের পরিবেশ ছিল না।''