আজকাল ওয়েবডেস্ক:পারিবারিক কলহের জের, ৪৫ বছরের এক ব্যক্তিকে খুন করল তাঁর ছেলে। এওমনই অভিযোগে চাছ়্ল্য ছড়িয়েছে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায়। ঘটনাটি ঘটেছে আম্বেদকর ভবনের কাছে। নিহত ব্যক্তির নাম বিনোদ বলে জানিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাড়ির কাছের একটি পার্কে মধ্য চল্লিশের বিনোদের সঙ্গে তাঁর ছেলে ভানু প্রতাপ তর্কাতর্কিতে জড়ায়। তারপর বাবাকে চরম লাঞ্ছনা করে ছেলে। এরপর ভানু তাঁর বাবাকে মাটিতে ফেলে দেয়। পরে বাবার মাথায় ও বুকে পাথর দিয়ে একাধিকবার আঘাত করে।

বিনোদ গুরুতর জখম হন। রক্তাক্ত ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে ভানুই বাবাকে মারধরের কথা তার বোনকে জানায়। চিকিৎসা সত্ত্বেও, ছেলের পাথর দিয়ে মারের জেরেই মৃত্যু হয় বিনোদের।

পাহাড়গঞ্জ থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়। এর কিছুক্ষণ পরেই ভানু প্রতাপকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় ভানু অপরাধ স্বীকার করে নেয়। সে পুলিশকে জানিয়েছেন যে, চলমান পারিবারিক কলহের কারণেই বাবার সঙ্গে তার ঘন ঘন ঝগড়া হতো। তার জেরেই এই চরম পরিণতি।

পুলিশের দাবি, ভানু বলেছেন যে- মাঠে তর্কাতর্কির সময় হঠাৎ রাগের বশে সে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে।