আজকাল ওয়েবডেস্ক: মায়ের চরম পরিণতির ভয়ঙ্কর বদলা। ছোটবেলায় তার চোখের সামনেই মারা গিয়েছিলেন মা। তাঁকে নৃশংসভাবে খুন করেছিল বাবা। মায়ের খুনের বদলা নিতে শেষমেশ বাবাকেই কুপিয়ে খুন করল ছেলে। ছোটবেলা থেকেই ছিল প্রতিশোধস্পৃহা। তাই বাবাকে খুন করে বিন্দুমাত্র অনুশোচনা নেই তার। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশায়। সোমবার রাতে পুলিশ জানিয়েছে, সুন্দরগড় জেলায় খুনের ঘটনাটি ঘটেছে। ২২ বছরের এক তরুণ তার বাবাকে কুপিয়ে খুন করেছে। ভালুপত্র গ্রামের মাঠ থেকে ৫৫ বছর বয়সি ক্রান্তি কুমার বর্মার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

 

পুলিশ জানিয়েছে, গত বছর ডিসেম্বর মাসে ক্রান্তি জেল থেকে ছাড়া পেয়েছিল। স্ত্রীকে খুনের দায়ে জেলবন্দি ছিল সে। সেই খুনের বদলা নিতেই তার ছেলে বিষ্ণু তাকে খুন করেছে। তরুণ জানিয়েছে, মায়ের উপর শারীরিক নির্যাতন করত বাবা। নিত্যদিন মাকে মারধর করত। এমনকী সে যখন ছোট ছিল, তখনও তাকে বেধড়ক মারত বাবা। প্রতিবাদ করেও লাভ হত না। 

 

বিষ্ণু জানিয়েছে, রাগের মাথায় একদিন মাকে খুন করে বাবা। চোখের সামনেই সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল সে। ভুলতে পারেনি। কিন্তু বাবার জেল থেকে বেরোনোর জন্য অপেক্ষা করছিল। দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে সে। বাবাকে খুন করে অবশেষে প্রতিশোধ নিতে পারল। এর জন্য কোনও অনুশোচনা নেই তার। কড়া শাস্তির ভয়ও পাচ্ছে না।