আজকাল ওয়েবডেস্ক: কমোডে ফ্লাশ না করার জের। তরুণকে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। মারধরের জেরে তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত তাঁর দাদা ও এক বন্ধুও। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লিতে। পুলিশ সূত্রে খবর, গোবিন্দপুরী এলাকায় একটি আবাসনে থাকতেন ১৮ বছর বয়সি এক তরুণ, তাঁর দাদা এবং তাঁদের এক বন্ধু। পাশের ফ্ল্যাটেই থাকেন অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবার। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে আচমকা ১৮ বছর বয়সি তরুণের সঙ্গে প্রতিবেশীর তুমুল ঝামেলা শুরু হয়। আবাসনের কমন টয়লেটের কমোডে ফ্লাশ না করার জন্য ঝামেলা শুরু হয়। কিছুক্ষণ পরেই তরুণের দাদা ও বন্ধু এবং অভিযুক্ত ব্যক্তির পরিবার তাতে জড়িত হয়। 

শেষমেশ দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার মাঝে আচমকা লোহার রড, ছুরি নিয়ে তরুণের উপর হামলা চালান অভিযুক্ত ব্যক্তি। মাথায়, ঘাড়ে, কপালে গুরুতর চোট পান তরুণ। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। তরুণের দাদা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরেক বন্ধু আহত হলেও, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর স্ত্রী, সন্তানদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত জারি রেখেছে।