আজকাল ওয়েবডেস্ক: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল দিল্লির এক রেল স্টেশনের দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে, এক যুবককে উত্তম-মধ্যম মারছেন কয়েকজন। ছেলেটিও নিজেকে নির্দোষ প্রমাণে চিল-চিৎকার করছেন। অবধারিত গণপিটুনি যখন প্রায় নিশ্চিৎ ঠিক তখনই ঘটনায় আসে নাটকীয় মোড়।
আসলে আই ফোন চোর সন্দেহে এক যুবককে ধরে মারধর চলছিল। তবে, সন্দেহভাজন নিজেরে নির্দোষ বলতে তাকেন। গণপিটুনির হাত থেকে বাঁচতে শেষপর্যন্ত নিজের আই ফোনটি বার করে দেখান সেই যুবক। প্রমাণ হিসাবে ওই ফোনে তাঁর নিজের ছবি-সহ প্রয়োজনীয় নানা বিষয় দেখান মারকুটে লোকদের। একজন প্রত্যক্ষদর্শীকে বলতে শোনা যায়, "এটা চোর নয়, এখন সবকিছু পরিষ্কার।" মেজাজ দ্রুত বদলে যায়, এবং আক্রমণকারীরা তাদের গুরুতর ভুল বুঝতে পারে।
এরপরই ঘটনায় নয়া মোড়। সন্দেহভাজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, এরই ফাঁকে আসল চোর সকলের চোখে ধুলো দিয়ে চম্পট হয়ে যায়।
ছাড়া পেয়ে ওই যুবক কাঁপতে কাঁপতে ফোন ধরে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় অন্য একজনকে তাঁর পাশে থাকার জন্য অনুরোধ করেন। বলেন, "দয়া করে আমার সাথে থাকুন, না হলে কেউ আমার ফোন কেড়ে নিতে পারে।"
