আজকাল ওয়েবডেস্ক: দিল্লির বিধানসভা নির্বাচনের সময় অরবিন্দ কেজরিওয়ালকে ভোটে হারাতে যমুনা দূষণ অন্যতম মূল ইস্যু ছিল বিজেপির। বিজেপি নেতারা ফলাও করে প্রচার করেছিলেন, ক্ষমতায় এলেই যমুনা সাফ করে দেবেন। কিন্তু ভোট পেরিয়ে যেতেই ফুটো বিজেপির প্রতিশ্রুতির ফানুস। কারণ যমুনা মোটেই সাফ হয়নি। এই নিয়ে দিল্লির সরকারকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দলগুলি। তার উপর বিহার নির্বাচন আসন্ন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ঠিক আগেই হিন্দুত্বের এজেন্ডায় শান দিতে চাইছে কেন্দ্রের শাসকদল। তাই হাতিয়ার ছট পুজো। কিন্তু এখানেই বিপত্তি। 

 

ছট পুজোয় বিহারীরা যমুনায় নেমে স্নান এবং পুজো করবেন। বিজেপি সূত্রে খবর, ভোটের আগে প্রধানমন্ত্রী মোদিও সেটা করতে চান। অন্তত দেখাতে চান তো বটেই। কিন্তু যে যমুনার বিষাক্ত জলে গুরুতর স্বাস্থ্যহানির ঝুঁকি রয়েছে সেখানে দেশের প্রধানমন্ত্রীর স্নান করা কতটা নিরাপদ? এই কথা ভেবেই তৈরি করা হয়েছে আলাদা ঘাট। শুধু ঘাট নয়। মোদি যাতে যমুনায় স্নান করছেন বলে প্রচার করা যায় তার জন্যই যমুনার পাড় ঘেঁষে আলাদা পুকুর তৈরি করা হয়েছে। সেই কৃত্রিম পুকুরে ঢালা হয়েছে পরিশুদ্ধ করা পানীয় জল! এমনই অভিযোগ আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ-এর। শুধু দাবি নয়, সমর্থকদের সঙ্গে নিয়ে রীতিমতো সেই পুকুরে পৌঁছে গোটা বিষয়টি ফাঁস করেছেন দিল্লির আপ নেতা। বিষয়টি প্রকাশ্যে আসতেই আগুনের মতো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিও প্রকাশ্যে আসতেই চরম বিড়ম্বনায় সরকার।

 

রাজধানীতে ছটপূজার উৎসব চলাকালীনই যমুনার দূষণ ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। রবিবার আম আদমি পার্টি (আপ) অভিযোগ তুলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিজেপি নকল ‘যমুনা ঘাট’ তৈরি করেছে, সাজানো হয়েছে কৃত্রিম মঞ্চও। অথচ প্রকৃত ভক্তদের স্নান করতে হচ্ছে যমুনার বিষাক্ত জলে।

 

দিল্লি রাজ্য আপ সভাপতি সৌরভ এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “বিহারে ক্ষমতা দখলের জন্য বিজেপি রাজধানীতে বসবাস করা লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। প্রধানমন্ত্রী মোদির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এক ‘নকল’ ঘাট। পুকুরে ফিল্টার করা জল ঢালা হয়েছে। কিন্তু সাধারণ ভক্তদের সেই সুযোগ নেই, তাঁরা যমুনার দূষিত জলেই ছটপূজা করছেন।”

 

ভরদ্বাজের আরও দাবি, দিল্লির ওয়াজিরাবাদ জলশোধনাগারের যে পাইপলাইন থেকে রাজধানীর পানীয় জল সরবরাহ হয় সেখান থেকে জল নিয়ে পুকুরে ঢালা হচ্ছে। “জনগনের জন্য বাঁচিয়ে রাখা জল বিজেপি রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করছে।” অভিযোগ করেন তিনি।

 

ভারতদ্বাজের অভিযোগ, বিজেপির এই গোটা নাটক আসলে ভোটারদের ধোঁকা দেওয়ার পরিকল্পনা। “যমুনার জল এখনও ভয়ঙ্কর বিষাক্ত। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির রিপোর্টেও বলা হয়েছে এই জল থেকে গুরুতর রোগ সংক্রমণ ঘটতে পারে। অথচ বিজেপি নেতারা ছবি তোলা আর অভিনয়ে ব্যস্ত। রাসায়নিক ছিটিয়ে বিষাক্ত ফেনা ঢাকতে চাইছেন।” মন্তব্য সৌরভের।

আরও পড়ুন: মাত্র ১৬ দিনে তৈরি দুধিয়ার সেতু, মিরিক-শিলিগুড়ি যোগাযোগ স্বাভাবিক আজ থেকেই, জানালেন মুখ্যমন্ত্রী

ছটপূজার সময় যমুনার জলের মান নিয়ে রাজনৈতিক সংঘাত নতুন নয়। প্রতি বছরই নদীর ফেনা, দূষণ, ও নদীতীরের পরিকাঠামো নিয়ে প্রশ্ন ওঠে। তবে এবার খোদ প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিকে কেন্দ্র করে পরিস্থিতি আলাদা মাত্রা পেয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে কোনও সরকারি প্রতিক্রিয়া আসেনি। তবে শাসক দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, বিহার নির্বাচনের উপর নির্ভর করছে দিল্লির মসনদের স্থায়িত্ব। তাই কৌশলে কোনও ফাঁক রাখতে চান না মোদি। এই পরিকল্পনাও তারই প্রতিফলন।