আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরেও প্রেমে মত্ত নববধূ। এমনকী শ্বশুরবাড়িতে পা রেখেও পুরনো অভ্যাস বদলায়নি। লুকিয়ে লুকিয়ে প্রেম করলেও, শেষমেশ ধরা পড়লেন তরুণী। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে তাঁকে দেখে ফেললেন শাশুড়ি। এরপরই চরম পদক্ষেপ করলেন নববধূ। প্রমাণ লোপাটের জন্য শাশুড়িকে খুন করলেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়। জুজার নগর থানার অন্তর্গত খুদেরি গ্রামে সম্প্রতি শাশুড়িকে খুন করেন এক তরুণী। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, তরুণীকে তাঁর প্রেমিকের সঙ্গে দেখে ফেলেছিলেন শাশুড়ি। শ্বশুরবাড়িতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন নববধূ। শাশুড়ি তা দেখে ফেলেন।
পুলিশ জানিয়েছে, বিয়ের পর তরুণীর প্রেমিক প্রায়শই শ্বশুরবাড়িতে আসতেন। সম্প্রতি তাঁদেরকে একসঙ্গে দেখে ফেলেন তরুণীর শাশুড়ি। বাইরে যাতে তিনি কাউকে না জানান, এর আগেই তাঁকে খুনের পরিকল্পনা করেন তরুণী ও তাঁর প্রেমিক। বাড়ির মধ্যে ভারী পাথর এবং ইট দিয়ে শাশুড়ির মাথা থেঁতলে খুন করেন তাঁরা।
স্থানীয়দের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের তরফে এফআইআর দায়ের হতেই তরুণী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। যে পাথর ও ইট দিয়ে খুন করা হয়েছিল, সেগুলোও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত জারি রয়েছে।
