আজকাল ওয়েবডেস্ক: ভুলবশত প্যান্টে প্রস্রাব করে ফেলেছিল চার বছরের এক শিশু। সেই 'দোষে'ই তার পেটে পরপর লাথি মারল মায়ের প্রেমিক। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হল শিশুটির। ভয়াবহ এই ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর। মৃত শিশুর মা পূজা কুমারী একটি রেস্তোরাঁয় রাঁধুনি হিসেবে কাজ করেন। স্বামী কর্মসূত্রে বিহারে থাকেন। মুম্বইয়ের কুরলা এলাকার নেহরু নগর বস্তিতে দুই সন্তানকে নিয়ে থাকেন। ছয় বছরের মেয়ে ও চার বছরের ছেলের মা তিনি। ঘটনার দিন বাড়িতেই ছিল তাঁর প্রেমিক রিতেশ কুমার। কাজে বেরিয়ে যাওয়ার পরেই ঘটনাটি ঘটে সেদিন। 

 

নেহরু নগর থানায় পূজা জানিয়েছেন, সেদিন খেলাধুলো করতে বাইরে গিয়েছিল চার বছরের ছেলে। ভুলবশত প্যান্টে প্রস্রাব করে ফেলে। দুপুরে বাড়িতে প্যান্ট বদলাতে আসে সে। প্যান্টে কেন প্রস্রাব করেছে, এই দোষেই শিশুর পেটে পরপর লাথি মারে রিতেশ। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

 

দুপুরে পূজা বাড়ি ফেরার পরেই শিশুটি পেটে যন্ত্রণার কথা জানায়। ঘনঘন বমি শুরু হয় তার। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায় তাকে। ততক্ষণে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন সেদিনই মৃত্যু হয় শিশুর। এরপরই থানায় এফআইআর দায়ের করে পুলিশ। এরপর রিতেশকে গ্রেপ্তার করে তারা।