আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান আবারও তাদের পুরনো অভ্যাসে ফিরেছে—অর্থাৎ, মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য আর প্রপাগান্ডার খেলা। কিন্তু এবার তাদের মিথ্যাচারকে একেবারে গুঁড়িয়ে দিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিন শাখা—বায়ুসেনা, সেনাবাহিনী ও নৌবাহিনী। শনিবার যুদ্ধ বিরতি ঘোষণার পরেই সাংবাদিক বৈঠকে পাকিস্তানের মুখোশ খুলে দেন সেনা কর্মকর্তারা। 

 

সত্যের পক্ষ থেকে প্রথম আওয়াজ তুলেছেন কর্নেল সোফিয়া কুরেশি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পাকিস্তান দাবি করছে যে তারা আমাদের S-400 আর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করেছে। এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওরা বলছে যে আমাদের সিরসা, জম্মু, পাঠানকোট, ভাটিন্ডা, নলিয়া ও ভূজ এয়ারবেস ধ্বংস হয়েছে—কিন্তু এগুলো সবই ওদের কল্পনাপ্রসূত প্রপাগান্ডা।” কর্নেল কুরেশি আরও বলেন, “চণ্ডীগড় ও ব্যাসে আমাদের গোলাবারুদ ঘাঁটিতে নাকি হামলা হয়েছে—এটাও পুরোপুরি মিথ্যে। সবচেয়ে হাস্যকর হলো, পাকিস্তান দাবি করছে যে ভারতীয় সেনা মসজিদ ধ্বংস করেছে! ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, এবং আমাদের সেনাবাহিনী আমাদের সংবিধানের একটি জীবন্ত প্রতিফলন।”

বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ পাকিস্তানকে একেবারে পাটকাঠিতে মেপে দেন। তিনি জানান, “স্কারদু, জ্যাকোবাবাদ ও ভোলারিতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ধ্বংস হওয়ায় পাকিস্তানের আকাশসীমা এখন কার্যত উন্মুক্ত। আমাদের অভিযান কেবল সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে সীমাবদ্ধ ছিল, কোনো ধর্মীয় স্থানে আঘাত করা হয়নি।”

নৌবাহিনীর কমোডর রঘু আর নায়ার বলেন, “পাকিস্তান প্রতিবার তাদের দুঃসাহসের মূল্য দিয়েছে, এবং ভবিষ্যতেও তাদের যেকোনো অপচেষ্টা চূড়ান্ত জবাব পাবে। ভারত সম্পূর্ণ প্রস্তুত, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনী অঙ্গীকারবদ্ধ।”

?ref_src=twsrc%5Etfw">May 10, 2025