আজকাল ওয়েবডেস্ক: টানা একবছর শিক্ষকের যৌন হেনস্থার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হল ১৬ বছরের এক কিশোর। ওই ছাত্র জানিয়েছে, তার নগ্ন ছবি ফাঁস করার হুমকি দিয়ে যৌন হেনস্থা করত ওই শিক্ষক। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভয়াবহ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপার এলাকায়। পুলিশ জানিয়েছে, টিউশনে পড়তে গিয়ে যৌন হেনস্থার শিকার হয় ১৬ বছরের ছাত্র। সে অভিযোগ জানিয়েছে, বাড়িতে পড়ানোর অছিলায় তাকে ডেকে পাঠাত শিক্ষক। একদিন অশ্লীল অঙ্গভঙ্গি করে তার সামনে। এরপর তার কিছু নগ্ন ছবিও তোলে। সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করার হুমকি দিতে শুরু করে।
নির্যাতিত ছাত্র জানিয়েছে, নগ্ন ছবিগুলা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যৌন হেনস্থা করত শিক্ষক। বাধা দিলেই বেধড়ক মারধর করত। কখনও চড়, কখনও বা কিল-ঘুষি মারত তাকে। টানা একবছর চরম যৌন নির্যাতনের শিকার হয়েছে সে। অবশেষে থানায় শিক্ষকের কুকীর্তি ফাঁস করে ছাত্র।
অভিযোগের ভিত্তিতে ২৫ বছরের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
