আজকাল ওয়েবডেস্ক: প্রাণ বাঁচাতে গিয়ে, ভরা রাস্তায় একের পর এক প্রাণ কাড়ল অ্যাম্বুল্যান্স। সিগন্যাল ভেঙে বেপরোয়া গতির অ্যাম্বুল্যান্স সজোরে ধাক্কা মারল পরপর মোটরসাইকেলে। অ্যাম্বুল্যান্সে পিষে রাস্তাতেই মর্মান্তিক পরিণতি হল এক দম্পতির। আহত আরও অনেকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রিচমোন্দ সার্কেলের কাছে। সিগন্যালে একাধিক গাড়ি, মোটরসাইকেল, স্কুটার দাঁড়িয়ে ছিল। আচমকাই দ্রুত গতির এক অ্যাম্বুল্যান্স সিগন্যাল ভেঙে যেতে গিয়ে, দাঁড়িয়ে থাকা পরপর মোটরসাইকেলে পিছনে থেকে সজোরে ধাক্কা মারে।
কমপক্ষে তিনটি মোটরসাইকেল পিষে দিয়ে, আরেকটি স্কুটার টেনে হিঁচড়ে বেশ খানিকটা দূরে পুলিশ আউট পোস্টের কাছে নিয়ে যায় অ্যাম্বুল্যান্সটি। সেই স্কুটারের দুই আরোহীর মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন, ৪০ বছরের ইসমাইল এবং তাঁর স্ত্রী সামীন বানু। আরও দু'জন গুরুতর আহত হয়েছেন। তাঁর তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরেই অ্যাম্বুল্যান্সের চালক অশোককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে। দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গেছে, পরপর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর সব গাড়িগুলিই দুমড়ে মুচড়ে গিয়েছিল। এমনকী অ্যাম্বুল্যান্সটির সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয়রাও।
প্রসঙ্গত, দু'দিন আগেই বেঙ্গালুরুতে আরও একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। গাড়ির আয়না ভাঙার বড় শাস্তি। দু'কিমি ধাওয়া করে বাইক আরোহীকে পিষে মারে এক দম্পতি। বাইকে সজোরে ধাক্কা মারে তাদের গাড়িটি। রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ছোট্ট দুর্ঘটনার এত বড় প্রতিশোধের ঘটনায়, আঁতকে উঠেছে পুলিশও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর রাতে পুত্তেনাহাল্লি এলাকায়। ছোট্ট দুর্ঘটনার জেরে বচসায় জড়িয়ে পড়েছিল ওই দম্পতি ও বাইক আরোহী। সেই দুর্ঘটনার বদলা নিতেই বাইক আরোহীকে পরিকল্পনামাফিক খুন করে দম্পতি। অভিযুক্তরা হল, মনোজ কুমার ও তার স্ত্রী আরতি শর্মা।
মৃত যুবকের নাম, দর্শন। তিনিই সেদিন বাইক চালাচ্ছিলেন। পিছনের সিটে বসেছিলেন তাঁর বন্ধু বরুণ। অন্যদিকে অভিযুক্ত দম্পতি গাড়ি চালিয়ে যাচ্ছিল। গাড়ি ও বাইকটি পাশাপাশি জেতেই ধাক্কা লাগে। গাড়ি ও বাইকের কাচে ঘষা লাগে। এই ছোট্ট দু্র্ঘটনায় কেউই আঘাত পাননি। কিন্তু ধাক্কার জেরেই বচসা হয়। রাগের মাথায় বদলা নিতে উঠেপড়ে লাগে ওই দম্পতি।
ছোট্ট এই দুর্ঘটনার পরেই বাইকটির পিছু নেয় তারা। দু'কিমি পথ বাইকের পিছু পিছু যায়। এরপর কাছেই এগিয়ে সজোরে ধাক্কা মারে বাইকের পিছনে। গাড়ির ধাক্কার বাইক থেকে ছিটকে পড়ে যান দর্শন ও বরুণ। গুরুতর চোট পান তাঁরা। ঘটনাস্থলেই দর্শনের মৃত্যু হয়েছে।
তদন্ত নেমেই শিউরে উঠেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ধাক্কা দেওয়ার পর ওই রাস্তায় গাড়ি ইউটার্ন নেয় দম্পতি। তারপর আবারও তাঁদের ধাক্কা মেরে চলে যায়। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দম্পতি। খানিকক্ষণ পর মাস্ক পরে দুর্ঘটনাস্থলে এসে গাড়ির কিছু টুকরো নিয়ে চলে যায়।
পুলিশ জানিয়েছে, প্রথমে দুর্ঘটনার মামলা রুজু হলেও, তদন্ত শুরুর পর খুনের মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ছোট্ট দুর্ঘটনা থেকে সামান্য বচসা, তার জেরেই খুন করে অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
