আজকাল ওয়েবডেস্ক: শিক্ষিকার অশালীন ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ফাঁস। তারপরেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হুমকি দিত এক ছাত্র। এই ঘটনায় চার পড়ুয়াকে আটক করল পুলিশ। তাদের সকলের বয়স ১৮ বছরের মধ্যে কি না, তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আগ্রায়। মথুরার এক স্কুলের শিক্ষিকা নিয়মিত দশম শ্রেণির পিছিয়ে পড়া পড়ুয়াদের বাড়তি ক্লাস করাতেন। ওই শিক্ষিকা আগ্রার বাসিন্দা। পড়াশোনার ফাঁকেই শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় দশম শ্রেণির এক ছাত্রের। এর কিছুদিনের মধ্যেই শিক্ষিকার অশালীন কিছু ভিডিও মোবাইল ফোনে তুলে হুমকি দিতে শুরু করে সে। 

 

শিক্ষিকা পুলিশকে জানিয়েছেন, অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইত ওই পড়ুয়া। এরপর ওই পড়ুয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেন শিক্ষিকা। সেই রাগেই গ্রামের তিন বন্ধুর মধ্যে শিক্ষিকার অশালীন ভিডিও ছড়িয়ে দেয়। ঘটনাটির কথা জানতে পেরেই ফোনে পড়ুয়ার নম্বর ব্লক করে দেন তিনি। এরপর সেই ভিডিও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে, ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলে শেয়ার করেন পড়ুয়ারা। 

শিক্ষিকা জানান, এরপর আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু তাতেও ঘনঘন হুমকি দিত ওই পড়ুয়া। অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি। মূল অভিযুক্ত সহ চার পড়ুয়াকেই আটক করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।