আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ঐতিহাসিক জয়ের পর বিজেপির কার ভাগ্যে শিকে ছিঁড়বে, কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে রাজধানীজুড়ে নানা জল্পনা। গেরুয়া দলের একাংশ নিশ্চিৎ যে, নতুনদিল্লি আসনে কেজিওয়ালকে হারানোয় পরবেশ ভার্মাকেই উপহার হিসাবে মুখ্যমন্ত্রীর কুর্সি দেবে নেতৃত্ব। কিন্তু, এখনও কিছু চূড়ান্ত হয়নি। বিজেপির একটি সূত্রের ইঙ্গিত যে, মুখ্যমন্ত্রী করা হতে পারে কোনও মহিলা বিধায়ককেও। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিরাট ব্যবধানে জয়ী মহিলা প্রার্থীরা। এছাড়াও, উপ-মুখ্যমন্ত্রী পদ থাকবে। দুর্নাম ঘোচাতে দিল্লির নতুন মন্ত্রিসভায় নারী ও দলিতদের প্রতিনিধিত্ব থাকবে।
বিজেপির কোন কোন মহিলা বিধায়ক পরবেশ ভার্মার সামনে চ্যালেঞ্জ? পদ্ম শিবির সূত্রে খবর, বিজেপির চারজন মহিলা বিধায়ক উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়েছেন। এঁদের মধ্যে সবার আগে রয়েছেন শালিমার বাগে ৬৮,২০০ ভোট পেয়ে জয়ী বিজেপি প্রার্থী রেখা গুপ্তা। আপের বন্দনা কুমারীকে, রেখা ২৯,৫৯৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন। বিজেপি প্রার্থী নীলম পেহলওয়ান নাজাফগড় আসন থেকে ১,০১,৭০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং আপের তরুণ কুমারকে ২৯,০০৯ ভোটে পরাজিত করেন। উজিরপুর আসন থেকে ৫৪,৭২১ ভোট পেয়ে বিজয়ী গেরুয়া দলের পুনম শর্মা। তিনি আপের রাজেশ গুপ্তকে ১১,৪২৫ ভোটে পরাজিত করেন। গ্রেটার কৈলাস আসন থেকে শিখা রায় ৪৯,৫৯৪ ভোট পেয়ে জয়ী হন। শিখা হেভিওয়েট সৌরভ ভরদ্বাজকে ৩,১৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
যদিও দলের একাংশ মনে করেন পরবেশ ভার্মাই দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সির একমাত্র দাবিদার। কারণ তিনি 'জায়ান্ট কিলার'। হারয়েছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্তী তথা প্রাক্তম মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আপ সুপ্রিমো ওই কেন্দ্রে ২০১৩ সাল থেকে জয়ী ছিলেন। ফলে অনেকেই মনে করেন যে, পরবেশ ভার্মার জয়- দিল্লিতে আপের আধিপত্যের প্রতীকী অবসানের প্রতীক।
২৭ বছর পর জাতীয় রাজধানী দিল্লিতে বিজেপি ক্ষমতায় দখল করেছে। যা দলের অন্দরে মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াইকে আরও তীব্র করেছে।
