আজকাল ওয়েবডেস্ক: দুপুরে শপথের পরই বৃহস্পতিবার সন্ধ্যায় বসেছিল দিল্লির মন্ত্রিসভার বৈঠক। সেখানেই দিল্লি সরকারের মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং বাকি ছয়জন মন্ত্রিকে মন্ত্রিত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে পাঁচটি দপ্তরের ভার দেওয়া হয়েছে। রেখা গুপ্তার 'ডেপুটি' উপমুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মাকে দেওয়া হয় তিনটি দপ্তরের দায়িত্ব। তবে, যেসব দপ্তর এখনও বন্টন হয়নি সেগুলির কাজও আপাতত মুখ্যমন্ত্রী দেখভাল করবেন। অর্থাৎ, প্রায় ১০ দপ্তরের গুরু দায়িত্ব রয়েছে রেখা গুপ্তার কাঁধে। 

কার হাতে দিল্লির কোন দপ্তর?

- মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা- স্বরাষ্ট্র, অর্থ, পরিষেবা, পরিকল্পনা, ভিজিল্যান্স দপ্তর। এছাড়াও সামলাবেন, রাজস্ব, সাধারণ প্রশাসন, তথ্য ও জনসংযোগ, নজরদারি, ভূমি ও ভবন, এবং নারী ও শিশু উন্নয়ন দপ্তর

- উপমুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মা- শিক্ষা, পূর্ত, পরিবহণ দপ্তর।

- মনজিন্দর সিং সিরসা- স্বাস্থ্য, নগরোন্নয়ন শিল্প দপ্তর।

-  কপিল মিশ্র- জল, পর্যটন এবং সংস্কৃতি দপ্তর।

- রবীন্দ্র কুমার ইন্দ্ররাজ- সামাজিক সুরক্ষা, শ্রম, তফসিলি জাতি-উপজাতি দপ্তর।

- আশীস সুদ- রাজস্ব, পরিবেশ এবং খাদ্য ও নাগরিক সরবরাহ দপ্তর। 

- পঙ্কজ কুমার সিং- আইন, আইন প্রণয়ন এবং আবাসন দপ্তর। 

বিগত আপ সরকারের আমলে দিল্লির শিক্ষা ব্যবস্থা ছিল চর্চার কেন্দ্রে। এছাড়া, পরিবরণে ভর্তুকিও নজর কেড়েছিল। এবার আতিহাসিক জয়ের পর দিল্লিতে সুসানের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ফলে এই সব দপ্তরই এবার সামলাবেদ দক্ষ সংগঠন বলে পরিচিত উপমুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মা।