আজকাল ওয়েবডেস্ক: ভারত বর্তমানে ডিজিটাল যোগাযোগ মাধ্যমের শক্তিশালী কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। যেখানে মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স জিও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ৫জি টেলিকম সরবরাহকারী হওয়ার গৌরব অর্জন করেছে। ডিজিটাল বিপ্লবের ফলে দেশের যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে ফোন করা সম্ভব হয়েছে। অন্য দেশেও ফোন করা সম্ভব হয়েছে, কিন্তু সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। বর্তমানে দেশে মোবাইল ফোন ব্যবহারীর সংখ্যা প্রায় ১২০ কোটি। কিন্তু তিন দশক আগেও চিত্রটি অন্য রকম ছিল। যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ল্যান্ডফোন বা চিঠি। 

১৯৯৫ সালের ৩১ জুলাই প্রথম বারের জন্য মোবাইল ব্যবহার হয়েছিল দেশে। কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তৎকালীন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখরাম। একটি নোকিয়া ফোন ব্যবহার করে দিল্লির সঞ্চার ভবনে ফোন করেছিলেন জ্যোতি বসু। কথা বলেছিলেন সুখরামের সঙ্গে।

সেই সময়ে মোবাইল যোগাযোগ ব্যবস্থা তখনও প্রাথমিক পর্যায়ে। তখন মোবাইল ফোন কেনা অনেকের পক্ষেই বিলাসিতা ছিল। উপরন্তু, মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ফোন করার সুবিধার জন্য গ্রাহকদের মোটা অঙ্কের চার্জ দিতে হত। সেই সময় প্রতি মিনিটে ফোন কলের দর ঠিক হত ডায়নামিক প্রাইসিং মডেলে। অর্থাৎ, যখন চাহিদা বেশী তখনও খরচও বেশী। প্রথম ফোন কল করতে খরচ হয়েছিল প্রতি মিনিটে ৮.৪০ টাকা (বর্তমানে প্রায় ২৩ টাকা)।