আজকাল ওয়েবডেস্ক: স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত, আগেই সন্দেহ হয়েছিল স্ত্রীর। পিছু নিতেই ধরা পড়ল আসল সত্যি। স্ত্রীর কাছে লুকিয়ে হোটেলে গিয়ে প্রেমিকার সঙ্গে যৌনতায় মত্ত থাকেন স্বামী। হাতেনাতে দু'জনকে ধরে ফেললেন স্ত্রী। এরপরই হুলস্থুল কাণ্ড। ভরা রাস্তায় স্বামীর প্রেমিকার চুলের মুঠি ধরে মারধর করেন স্ত্রী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে ২১০ কিমি দূরে পাড়ি দিয়েছিলেন জিতেন্দ্র। জিতেন্দ্রর পিছু নিয়েছিলেন তাঁর স্ত্রী। সঙ্গে ছিলেন পরিবারের আরও সদস্যরা। সেটি টের পাননি ওই ব্যক্তি। সেখানে পৌঁছে একটি হোটেলে প্রেমিকাকে নিয়ে ঢোকেন জিতেন্দ্র। বাইরে বেরিয়েই স্ত্রীর মুখোমুখি হন। এরপরই শুরু হয় ব্যাপক ঝামেলা। 

 

ভরা রাস্তায় স্বামীর প্রেমিকার চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করেন তিনি। মারতে মারতে বলেন, থানায় গিয়ে তাঁর আসল পরিচয় ফাঁস করবেন। এদিকে স্ত্রী ও প্রেমিকার চুলোচুলি দেখে গাড়ির মধ্যে মুখ লুকিয়ে বসেছিলেন জিতেন্দ্র। কেচ্ছা ফাঁস হতেই মুখ লুকিয়েই বাড়ি ফেরেন তিনি। এই ঘটনায় এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি জিতেন্দ্রর স্ত্রী। ফলে কোনও আইনি পদক্ষেপ করেনি পুলিশ। 

 

জিতেন্দ্র মালি ২০ বছর আগে প্রথম বিয়ে করেছিলেন। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে ঝামেলা পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর চার সন্তান রয়েছে। এরপরেও আরও একটি বিয়ের পরিকল্পনা করছিলেন। প্রেমিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। স্বামীর আচরণে অসঙ্গতি দেখতেই সন্দেহ হয়েছিল স্ত্রীর।