আজকাল ওয়েবডেস্ক: ভাইপোর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দিতেই স্বামীকে প্রাণনাশের হুমকি দিলেন স্ত্রী। এমনকী সন্তানদের খুনের হুমকিও দিয়েছেন তিনি। প্রাণের ভয়ে রীতিমতো কাঁপতে কাঁপতে থানায় ছুটলেন যুবক। পুলিশের কাছে জানালেন স্ত্রীয়ের কেচ্ছা ও হুমকির কাহিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। আব্দুল কাদির নামের এক যুবক পুলিশকে জানিয়েছেন, ২০১২ সালের সামার জাহানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান রয়েছে। কিন্তু কয়েক মাস ধরে নিজের আত্মীয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সামার। 

 

কাদির জানিয়েছেন, তিনি কাজের সূত্রে বাইরে থাকলেই বাড়িতে আসেন ভাইপো ফারহান। তাঁর অবর্তমানে সামার ও ফারহানের ঘনিষ্ঠতা বাড়ে। প্রতিবেশীদের থেকেই তিনি তাঁদের পরকীয়ার কেচ্ছা শুনতে পান। একাধিকবার দু'জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেও ফেলেন অনেকে। সম্প্রতি ভাইপোর সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলেন কাদির। তখনই তিনি প্রতিবাদ করেন। 

 

যুবকের অভিযোগ, সেদিন দু'জনে মিলে ব্যাপক মারধর করেন তাঁকে। স্ত্রী হুমকি দেন, 'এবার আর ড্রামে ভরব না। টুকরো টুকরো করে পুকুরে ফেলে দেব। মাছে খেয়ে নেবে। কোনও প্রমাণ পুলিশ পাবে না।' এমনকী চার সন্তানকে খালে ভাসিয়ে খুনের হুমকিও দিয়েছেন স্ত্রী। 

 

চার সন্তান ও তাঁর প্রাণনাশের ভয়ে থানায় অভিযোগ জানিয়েছেন যুবক। এও জানিয়েছেন, তাঁর কাছে হুমকির প্রমাণ রয়েছে। প্রতিবেশী ও আত্মীয়রাও স্ত্রীর পরকীয়ার বিষয়ে জানেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত ফারহান ও সামারকেও।