আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ত রাস্তায় প্রাক্তন প্রেমিকের উপর ভয়ঙ্কর হামলা। প্রথমে গাড়িতে পিষে মারার চেষ্টা। তারপর পরপর ছুরির কোপ। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে ভয়াবহ দৃশ্য। ঘটনার পর থেকে পলাতক তরুণী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। পুলিশ জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে শেলা এলাকায়। তরুণীর হামলার পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জে কুমার প্যাটেল নামের এক যুবক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ সূত্রে খবর, ১৩ বছর আগে রিঙ্কু ও জে কুমারের বাগদান হয়। কিন্তু তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হননি। রিঙ্কুর সঙ্গে মনের মিল ছিল না বলে বিয়ে ভাঙেন জে। তারপর অন্যত্র বিয়ে সারেন রিঙ্কু। বিয়ের পরেও জে-র সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করতেন। কিন্তু জে তাঁর ফোন ধরতেন না। মেসেজের উত্তর দিতেন না। ফোনের উত্তর না পাওয়ায় জে-র উপর এই হামলা চালান। 

সেদিন জে-র বাইকে সজোরে ধাক্কা মারে রিঙ্কুর গাড়ি। গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন জে। এরপর রাস্তার একপাশে জে-র উপর ছুরি নিয়ে হামলা করেন। পরপর ছুরির কোপ বসিয়ে পালিয়ে যান তিনি। যুবকের অভিযোগের ভিত্তিতে রিঙ্কুর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।