আজকাল ওয়েবডেস্ক : পরিবেশ পরিবর্তনের অন্যতম কারণ গলে যাচ্ছে পৃথিবীর দুই মেরুর বরফ। তবে এর পিছনে রয়েছে পৃথিবীর গতিপথও। নতুন একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে পৃথিবীর নিজের অক্ষের উপর আবর্তন গতি কিছুটা হলেও নিজের স্থান পরিবর্তন করেছে। এরফলে পৃথিবীর পরিবেশ অনেকটাই পরিবর্তন হচ্ছে। পৃথিবীর জোয়ার ভাঁটা নিয়ন্ত্রণ করে চাঁদ। এই কাজ বহু বছর ধরেই সে করছে। তবে গ্রীণহাউস গ্যাসের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁদের টানও।

মহাকাশবিজ্ঞানী বেনেডিক্ট সোজার মতে, পৃথিবীতে মানুষের যে প্রভাব রয়েছে তা আমাদের কল্পনার থেকেও বেশি। ভবিষ্যতের পৃথিবীকে বাঁচাতে হলে মানুষকেই সবার থেকে বেশি দায়িত্ব নিতে হবে। পৃথিবী নিজের কক্ষের উপর সামান্য স্থান পরিবর্তন করেছে। যার ফলে বরফ গলে যাচ্ছে এবং দিনের সময়সীমা বাড়ছে। শুধু তাই নয়, পৃথিবীর গতি কিছুটা হলেও কম হয়েছে। যদি একস্থান থেকে অন্যত্র কাউকে পাঠানো হয় তবে তার চরিত্রের যেমন বদল ঘটবে এক্ষেত্রেও তাই ঘটেছে। বিজ্ঞানীদের দাবি, আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর বরফ আরও গলবে। দিনের সময়সীমাও বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে পৃথিবীর মানুষদের উপর।