আজকাল ওয়েবডেস্ক:‌ পাক সেনাপ্রধান আসিম মুনিরকে চরম হুঁশিয়ারি দিল তেহরিক–ই–তালিবান পাকিস্তান (‌টিটিপি)‌। ভিডিওবার্তায় মুনিরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘‌যদি পুরুষ হও তো আমাদের সামনে এস।’‌


প্রসঙ্গত, তিন আফগান ক্রিকেটারের মৃত্যুর পর সে দেশের তালিবান সরকারকে সতর্ক করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। আফগান মুলুকে সক্রিয় জঙ্গিদের সামলাতে বলেছিলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, অন্যথায় কঠোর পদক্ষেপ করা হবে। তারপরই মুনিরকে দেওয়া হল এই কড়া বার্তা।
ভিডিওয় শীর্ষ টিটিপি কমান্ডার কাজিমকে বলতে শোনা গিয়েছে, ‘‌সেনা পাঠানো বন্ধ করুন। নইলে আমরাও যুদ্ধক্ষেত্রে নামব।’‌


ওই ভিডিওবার্তায় আরও বলা হয়েছে, গত আট অক্টোবর খাইবার পাখতুনখোয়া প্রদেশে যে সংঘর্ষ হয়েছিল তাতে ২২ জন পাক সেনা নিহত হন। কিন্তু পাক সেনার তরফে দাবি করা হয়েছিল মৃতের সংখ্যা নাকি ১১।


ভিডিওয় রীতিমতো কড়া সুরে ওই টিটিপি কমান্ডারকে মুনিরকে উদ্দেশ্য করে বলতে শোনা গিয়েছে, ‘‌যদি পুরুষ হও তো আমাদের সামনে এস। মায়ের দুধ খেয়ে থাকলে আমাদের সঙ্গে লড়তে এস।’‌


প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পাক প্রশাসন জানিয়েছিল, কাজিম সম্পর্কে তথ্য দিতে পারলে পাকিস্তানি টাকায় ১০ কোটি দেওয়া হবে সেই ব্যক্তিকে। এরপরই ভিডিওবার্তায় এই হুমকি দিলেন শীর্ষ টিটিপি কমান্ডার।

 

আরও পড়ুন:‌ রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানিগুলির উপর নিষেধাজ্ঞা, পুতিনের সঙ্গে বৈঠক বাতিল হতেই বিরাট ঘোষণা ট্রাম্পের


প্রসঙ্গত, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত উত্তপ্ত। গত সপ্তাহে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষিত হয়েছিল। কিন্তু তার মেয়াদ শেষের আগেই পাকিস্তান আবার আফগান সীমান্তে হামলা চালায় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় তিন তরুণ ক্রিকেটার–সহ মোট ১০ জনের। এই হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী নভেম্বর মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ় থেকে দল তুলে নিয়েছে। আফগান ক্রিকেটারেরাও প্রতিবাদে শামিল হয়েছেন। কাবুলের তালিবান সরকার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে কড়া জবাবের বার্তা দিয়েছে।


এরপর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবটাবাদে সে দেশের সেনার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুনির। সেখান থেকে আফগানিস্তানের উদ্দেশে তিনি বলেন, ‘শান্তি আর অশান্তির মধ্যে থেকে যে কোনও একটা বেছে নাও। আফগানিস্তানের মাটি থেকে যে জঙ্গিরা কাজ করছে, পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত তালিবান সরকারের। আফগানিস্তানের মাটি যারা ব্যবহার করছে, তাদের ধুলোয় মিশিয়ে দিতে হবে।’ এরপরই মুনিরকে চরম হুমকি দিল টিটিপি।