আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো চালু করতে চলেছে কলকাতা থেকে চিন সরাসরি বিমান পরিষেবা। দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে চিনের গুয়াংঝো শহরে পৌঁছবে এই বিমানটি।

জানানো হয়েছে, রবিবার অর্থাৎ ২৬ অক্টোবর থেকেই  চালু হয়ে যাচ্ছে এই বিমান পরিষেবা। ইতিমধ্যেই, ভারতের বিমান পরিবহন মন্ত্রক (Ministry of Civil Aviation) এই পরিষেবার অনুমোদন করেছে।

আন্তর্জাতিক স্তরে নতুন এই রুট চালুর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, শিক্ষাগত ও পর্যটন সহযোগিতা এক নতুন পর্যায়ে পৌঁছাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতদিন পর্যন্ত কলকাতা থেকে গুয়াংঝো যেতে যাত্রীদের বিভিন্ন ট্রানজিট শহরে থামতে হত।

অর্থাৎ, দুই দেশের দুই শহরের মধ্যে সরাসরি কোনও পরিষেবা ছিল না। সময় ও ব্যয়ের দিক থেকে যাত্রীদের ভ্রমণকে জটিল করে তুলত। নতুন এই পরিষেবার ফলে যাত্রীরা দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। রবিবার প্রথম চিনের উদ্দেশ্যে রওনা দেবে বিমানটি।

রাত দশটা নাগাদ মোট ১৭৬ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে রওনা দেওয়ার কথা রয়েছে বিমানটির। পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। আগে যেখানে প্রায় ১২ ঘণ্টার ওপর লাগত, সেখান এই পরিষেবা চালু হওয়ায় ব্যাপক সুবিধা পাবেন যাত্রীরাও।

কলকাতা থেকে চিনের গুয়াংঝো শহরের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের মধ্যে খুশি দেখা গিয়েছে। এই নয়া বিমান পরিষেবা চালুর আগে এদিন কলকাতা বিমানবন্দরে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সেখানে উপস্থিত ছিলেন ভারত এবং চিন দুই দেশের নাগরিকরাই। বিমানের এক যাত্রী প্রদীপ প্রজ্জ্বলন করে যাত্রার শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর পিআর বেউরিয়া।

মনে করা হচ্ছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের জন্য এই রুটটি বিশেষভাবে সুবিধাজনক হতে চলেছে। ব্যবসায়ী, পড়ুয়া, গবেষক ও পর্যটক সব ধরনের যাত্রীই উপকৃত হবেন। এতে আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও মনে করা হচ্ছে।

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, নতুন এই রুটটি ভারতের আকাশ পথকে আরও গতিশীল ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে সাহায্য করবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সরাসরি ফ্লাইট চালুর ফলে বুকিং প্রক্রিয়া আরও সহজ হবে, যাত্রীরা তাঁদের ভ্রমণ পরিকল্পনা আরও নির্ভর যোগ্য ভাবে করতে পারবেন এবং সময় ও অর্থ উভয় ক্ষেত্রেই সাশ্রয় হবে।

বিমান পরিবহন মন্ত্রকের এক মুখপাত্র জানান, আন্তর্জাতিক রুট অনুমোদনের ক্ষেত্রে সবধরনের নিরাপত্তা ও কূটনৈতিক ভাবে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ভারতের নাগরিকদের জন্য আরও আন্তর্জাতিক সংযোগ স্থাপনই এখন সরকারের অগ্রাধিকার।

জানা গিয়েছে, কলকাতা থেকে গুয়াংঝো শহরের এই বিমানটি নিয়মিত চলাচল করবে। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে পূর্ব ভারতে অন্যতম বড় বিমানবন্দর হয়ে উঠবে কলকাতা। উল্লেখ্য, পাঁচ বছরেরও বেশি সময় পর অবশেষে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হল।

রবিবার চিনের ভারতে নিযুক্ত দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স-এ পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, 'চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট এখন বাস্তবতা।'

জানা গিয়েছে, এর পরবর্তী ধাপে শাংহাই–নয়াদিল্লি রুটে ফ্লাইট পরিষেবা শুরু হবে ৯ নভেম্বর ২০২৫ থেকে, যেখানে প্রতি সপ্তাহে তিনটি উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে।