আজকাল ওয়েবডেস্ক: অন্যান্য দিনের মতোই কেউ কেউ ঘরে ফিরছিলেন, কেউ আবার যাচ্ছিলেন অন্যত্র। ভিড়ে ঠাসা ট্রেনে আচমকা মাঝপথে আগুন আতঙ্ক ছড়ায়। শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং লোকাল ট্রেনে মহিলা কামরায় আচমকা আগুন আতঙ্ক ! মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিয়ালদা দক্ষিণ শাখায় শিয়ালদা থেকে ক্যানিংয়ের দিকে ক্যানিং লোকাল আসছিল। সেই সময় ,কালীকাপুর স্টেশন পার হতেই একটি মহিলা কামরা থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। আতঙ্কে যাত্রীরা সঙ্গে সঙ্গে ড্রাইভার ও গার্ডকে বিষয়টি জানায়। ট্রেনটিকে পিয়ালী স্টেশনে থামিয়ে দেওয়া হয়। এরপর প্রায় আধ ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

 

তবে ধোঁয়ার উৎস কী? তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, ব্রেকব্লকে ঘর্ষণের ফলে বা বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণে ধোঁয়া উঠতে পারে। ঘটনার খবর পেয়ে রেলকর্মীরা ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছেছে। যাত্রীদের নামিয়ে নিরাপত্তা পরীক্ষার কাজ চলছে। এ বিষয়ে বলতে গিয়ে এক যাত্রী জানান, ক্যানিং লোকাল যখন কালিকাপুর স্টেশন অতিক্রম করেছে তখনই ট্রেনের মহিলা কম্পার্টমেন্ট থেকে কালো ধোঁয়া দেখতে পায় যাত্রীরা। ট্রেনের মধ্যে কালো ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা সমস্ত যাত্রীদের মধ্যে। এরপর পিয়ালী স্টেশনের কাছে ট্রেন থামতে উপস্থিত যাত্রীরা রেল কর্মীদেরকে গোটা বিষয়টি জানান। রেল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে পর্যবেক্ষণ করেন৷ ঠিক কী কারণে কালো ধোঁয়া বের হচ্ছিল সেটি জানার চেষ্টা চালানো হচ্ছে। সর্বোপরি এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

 

প্রসঙ্গত, চলতি বছরেই 'ট্রেনে আগুন লেগেছে’, একথা শোনার পরেই প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাইনে ঝাঁপ দেন একের পর এক যাত্রী। আর তখনই ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ বাঁচাতে লাইনে ঝাঁপ দিতেই, পরপর যাত্রীদের পিষে দিল অপর এক ট্রেন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। 

আরও পড়ুন: পণ চাই দু'লাখ টাকার মোষ, না দিতে পেরে অ্যাসিড খেলেন নববধূ! ফের নারী নির্যাতন বিজেপিশাসিত রাজ্যে

 

ঘটনার জেরে সেন্ট্রাল রেল জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। জানা গিয়েছে, আচমকা আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে পুষ্পক এক্সপ্রেসে। যাত্রীরা অন্য লাইনে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিতেই তাঁদের উপর দিয়ে মুহূর্তে চলে যায় কর্ণাটক এক্সপ্রেস। শেষে পর্যন্ত জানা গিয়েছে, অন্তত ১১জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়।

আরও পড়ুন: মাসের পর মাস অন্তঃসত্ত্বা হওয়ার নাটক, শেষে পুতুলকে সন্তান বলে দাবি যুবতীর! মানসিক রোগ না সস্তা জনপ্রিয়তার আশা? তুঙ্গে বিতর্ক

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিকেল নাগাদ আচমকা জলগাঁওয়ের পারধাদে স্টেশনের আগেই আগুন আতঙ্ক ছড়ায়। যাত্রীরা আতঙ্কে ট্রেনের চেন টানেন। অনেকেই ঝাঁপ দেন চলন্ত ট্রেন থেকে। পাশের লাইনে প্রাণ বাঁচিয়ে দাঁড়িয়ে থাকার সময়েই তাঁদের উপর দিয়ে চলে যায় কর্ণাটক এক্সপ্রেস। খবর পেয়েই ঘটনাস্থলে পোঁছন রেলের আধিকারিক, শুরু হয় উদ্ধারকার্য।