আজকাল ওয়েবডেস্ক: রাতের বেলায় মেয়েরা বাড়ির বাইরে একা থাকবে কেন? কয়েক দশক আগে এই এক প্রশ্নেই শুরু নারী স্বাধীনতার আন্দোলন। আমেরিকা, ইংল্যান্ড পেরিয়ে বর্তমানে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে এবার বাংলায়। ১৪ আগস্ট মধ্যরাতে 'মেয়েরা রাত দখল করো' বা 'রিক্লেম দ্য নাইট' আন্দোলনে সামিল বাংলার শহর থেকে শহরতলি, মফস্বলের মেয়েরা। আন্দোলনের শুরুটা কীভাবে হয়েছিল?

১৯৭৫ সালে আমেরিকার ফিলাডেলফিয়ায় এক মাইক্রো বায়োলজিস্ট কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে খুন হন। এই ঘটনার পরেই পথে নামেন মেয়েরা। আন্দোলনের নামকরণ হয় 'রিক্লেম দ্য নাইট'। ১৯৭৭ সালে আন্দোলন আরও জোরদার হয়। আমেরিকার বাইরে ইংল্যান্ডের নারী সংগঠন আন্দোলনের হাত আরও শক্ত করে।

১৯৭৭ সালে ইংল্যান্ডেও এক মহিলাকে খুনের ঘটনার পর পুলিশ প্রশ্ন করেছিল, রাতে মেয়েরা বাইরে থাকবে কেন? এর প্রতিবাদেই ইংল্যান্ডের পথে নেমে সরব হন মেয়েরা। ১৯৯০ সাল পর্যন্ত এই আন্দোলন চলে ইংল্যান্ডের বিভিন্ন শহরে। তারপর নারীদের স্বাধীনতা খর্ব করা এবং অত্যাচারের প্রতিবাদে প্রতিবছর মিছিলের আয়োজন করে সমস্ত নারী সংগঠন।

এর মাঝেই ১৯৭৭ সালে জার্মানিতেও ধর্ষণের প্রতিবাদে নারী স্বাধীনতার আন্দোলনে যোগ দেন মহিলারা। দীর্ঘ কয়েক দশক পর, দেশের মধ্যে প্রথমে দিল্লিতে 'নির্ভয়া' কাণ্ডের পর মধ্যরাতে মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন মেয়েরা। দিল্লির পর এবার বাংলা। আরজি কর মেডিক্যালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপাড় রাজ্য, রাজনীতি। এই ঘটনার পরেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রশ্ন তোলেন, মধ্যরাতে তরুণী চিকিৎসক একা সেমিনার হলে ছিলেন কেন? এই প্রশ্নেই গর্জে ওঠে বাংলার মেয়েরা। মধ্যরাতে রাজপথ দখলের ডাক দেন সকলে। ৭৭ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারী স্বাধীনতার আন্দোলনের সাক্ষী থাকবে বাংলা, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি।